চট্টগ্রামে গোয়েন্দা জালে ৪ আগ্নেয়াস্ত্রসহ আটক-২

চট্টগ্রামের আনোয়ারা থেকে ৪টি আগ্নেয়াস্ত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে আনোয়ার উপজেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু’জন হলেন— আনোয়ারার বাসিন্দা নজরুল ইসলাম ও কক্সবাজারের মহেশখালীর মীর হোসেন মিয়া।
পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও দু’টি মোবাইলসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ধরতে বুধবার রাতভর আনোয়ারা ও পাশের উপজেলা বাঁশখালীতে অভিযান পরিচালনা করা হয়। তারা বারবার স্থান পরিবর্তন করতেছিল। পরে আনোয়ারা উপজেলার সামনে থেকে তাদের আটক করা হয়। এসয়ম তাদের কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
আটকদের বরাত দিয়ে তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারে জড়িত। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করা হয়েছে।
আরএমএন/এসআইআর