জিন ব্যাংকের স্থাপনার ব্যবহারের সুপারিশ দিতে উপদেষ্টা কমিটি গঠন

জাতীয় জিন ব্যাংকের স্থাপনার যথোপযুক্ত ব্যবহারের সুপারিশ দিতে একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। এতে পরিকল্পনা উপদেষ্টাকে আহ্বায়ক করা হয়েছে।
বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টাকে কমিটিতে সদস্য করা হয়েছে।
আরও পড়ুন
কমিটিকে সরকারি ব্যয় না বাড়িয়ে জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামোর যথোপযুক্ত ব্যবহারে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজন অনুযায়ী সভা করতে পারবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
এসএইচআর/এসএসএইচ