বাঁধে ভাঙন, সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল এলাকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে অতিবৃষ্টির কারণে একটি গুরুত্বপূর্ণ বাঁধে ফাটল দেখা দেয়। এতে আশপাশের কয়েকটি গ্রাম প্লাবনের ঝুঁকিতে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম দ্রুত সেখানে পৌঁছে বাঁধ মেরামতের কাজ শুরু করে। সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) থেকেই আনোয়ারা উপজেলায় টানা বৃষ্টিপাত শুরু হয়। শুক্রবার সকালে জুঁইদন্ডী ইউনিয়নের একটি বাঁধে ফাটল দেখা দিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনোয়ারা সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করে।
আরও পড়ুন

সেনাবাহিনীর এক সদস্য জানান, বাঁধটি ভেঙে গেলে আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা ছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে এলাকা রক্ষা পেয়েছে।
/এমআর/এমএসএ