পল্লী বিদ্যুৎ ইস্যুতে সরকার স্বৈরাচারের মতো আচরণ করছে : আনু মুহাম্মদ

পল্লী বিদ্যুতের সংকট সমাধানে অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ।
শুক্রবার (৩০ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংহতি জানিয়ে এ মন্তব্য করেন তিনি।
আনু মুহাম্মদ বলেন, যারা প্রকৃত কাজ করে তাদের দাবি দাওয়া না শোনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শুনবে না তারা। তারা যা বলবে সেটাই মানতে হবে। এইযে স্বৈরতন্ত্র, দুর্নীতি, মানুষের ওপর জুলুম নিপীড়ন ও চাপিয়ে দেওয়ার মানসিকতা, এগুলোর বিরুদ্ধেই ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছিল। কিন্তু এখনো যদি আগের মতোই চলতে থাকে তাহলে পরিবর্তন কোথায়?
পল্লী বিদ্যুতের দাবিগুলো যৌক্তিক মন্তব্য করে তিনি আরও বলেন, এখন দেখা যায় যমুনায় গেলেই দাবি দাওয়াগুলো মানা হচ্ছে। অথচ পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রমিক, শিক্ষক তারা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি-দাওয়াগুলো উপস্থাপন করছে তখন তাদের দাবি-দাওয়াগুলো মানার কোনো লক্ষণ দেখছি না। তাদের কথাগুলো শোনার বা বিবেচনা করার কেউ নাই। এটার জন্য গণঅভ্যুত্থান হয় নাই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ দিন ধরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে সারা দেশের ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার থেকে গ্রাহকের অভিযোগ গ্রহণ না করাসহ দুই দফা কর্মসূচি দিয়েছে আন্দোলনরতরা।
ওএফএ/এমএন