বাড্ডার সড়কে তীব্র যানজট

রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুর অংশে সুবাস্তু নজর ভ্যালির সামনে রডবোঝাই লরি উল্টে যাওয়ায় নতুনবাজার থেকে বাড্ডাগামী সড়কে যানচলাচল ব্যাহত হচ্ছে। বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একপাশের সড়ক দিয়ে দুইদিকে যানচলাচল করছে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (৭ জুন) ভোর ৫টার দিকে রড বোঝাই লরিটি শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালির সামনে উল্টে যায়। এ ঘটনায় সুবাস্তু নজর ভ্যালি থেকে নতুন বাজারের দিকের সিগন্যালেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে সকল যানবাহনকে। ফলে বাড্ডা থেকে নতুন বাজারের দিকে যাওয়ার সড়কটিকেই আসা ও যাওয়ায় ব্যবহার করা হচ্ছে। এক সড়কেই যানবাহনগুলোর আসা-যাওয়া করার কারণে পুরো সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
উত্তরা থেকে গুলিস্তান যাওয়ার জন্য আকাশ সুপ্রভাত বাসে আসছিলেন হায়দার হোসেন নামের একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, সুবাস্তুর আগেই এই সড়ক থেকেই বাস ঘুরিয়ে বিপরীতের রাস্তায় পাঠিয়ে দিল পুলিশ। বলেছে, লরি উল্টে গেছে তাই সড়ক বন্ধ। এক রাস্তা দিয়ে দুই দিকের গাড়ি যাওয়ার কারণে তীব্র যানজট সড়কে। পৌনে এক ঘণ্টাতেও যখন এই এলাকা পার হতে পারলাম না তখন নেমে হাঁটতে শুরু করেছি। হাজার হাজার মানুষ হেঁটেই যাচ্ছেন। বিপরীত রাস্তায় তীব্র যানজট আর এদিকের রাস্তায় মানুষ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
এদিকে গুলশান থানার ডিউটি অফিসার এসআই ফারুক বলেন, ভোর ৫টার দিকে রড বোঝাই একটি লরি শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালির সামনে উল্টে যায়। এতে রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আমাদের মোবাইল টিম রয়েছে। ট্রাকটি রাস্তা থেকে সরানোর কাজ চলছে।

আরেক পথচারী মকিদুর রহমান বলেন, লরি উল্টে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপরীত রাস্তায় গাড়ির খুব কম গতি থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তাই বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যের দিকে রওনা হয়েছি। যেভাবে রড বোঝাই লরি উল্টেছে তাতে দুপুরের আগে এই সড়ক ক্লিয়ার হবে না।
এই রুটে চলাচলকারী রাইদা বাসের চালক ইদ্রীস আলী বলেন, নতুন বাজারের পর সুবাস্তুর আগেই বাস ঘুরিয়ে দিয়ে বিপরীত সড়কের এক লেনে দিয়েছে পুলিশ। কিন্তু এতে করে দীর্ঘ যানজট হয়েছে এই সড়কে। অনেক সময় ধরে যানজটে থাকার কারণে বেশিরভাগ যাত্রীরাই বাস থেকে নেমে গেছেন। এখন ফাঁকা বাস নিয়ে ধীরে ধীরে যানজটের মধ্যে দিয়ে সামনে আগাচ্ছি।
অপরদিকে নতুন বাজার থেকে উত্তর বাড্ডা পর্যন্ত সড়কে দেখা গেছে, কাজে বের হওয়া অসংখ্য মানুষ হেঁটেই তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এছাড়া উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের নিচেও সাধারণ যাত্রীরা গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় পর পর কোনো বাস এলে ঠেলাঠেলি করে সেই বাসে উঠতে দেখে গেছে যাত্রীদের।
এএসএস/এইচকে