ঈদের আগে বানভাসিরা বিপর্যস্ত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটটি কিছুটা গতানুগতিকই হয়েছে বলে স্বীকার করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে মনে করি বাজেট জনবান্ধব এবং ব্যবসাবান্ধব। অনেকে বলেছেন আমরা আগের পদাঙ্ক অনুসরণ করেছি। আসলে চট করে বিপ্লবী একটা বাজেট দিয়ে দেব, দারুণ একটা রাজস্ব আয় করে ফেলব, তা সম্ভব নয়।’
অর্থ উপদেষ্টা এ–ও বলেন, চলতি অর্থবছরের তুলনায় আগামী বাজেট যেহেতু ছোট হচ্ছে, তাই এর বাস্তবায়ন খুব কঠিন হবে না।
মানবজমিন
সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদের স্থায়ী কমিটিসমূহ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিয়েছেন দলগুলো। কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার প্রথম বৈঠকে বিষয়ভিত্তিক আলোচনায় অধিকাংশ দল এসব ইস্যুতে কাছাকাছি মত দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মতভিন্নতা থাকলেও সেটিও সমাধানযোগ্য বলে মনে করছেন তারা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল, আস্থাভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া সব বিষয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচিত সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন বলে একমত হয়েছে বিএনপি-জামায়াতসহ অনেক দল। এ ছাড়াও সংসদের স্থায়ী কমিটিতে বিরোধী দল থেকে কতোজন সভাপতি হবেন সে বিষয়েও দীর্ঘ আলোচনা হয় বৈঠকে। এক্ষেত্রে বেশির ভাগ দল ৪০ থেকে ৫০ শতাংশ কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি করার ওপর মত দিয়েছে। বিদ্যমান স্থায়ী কমিটিগুলো ছাড়াও স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থ, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রধানও বিরোধী দল থেকে করার প্রস্তাব উঠে আসে বৈঠকে। অন্যদিকে বিএনপি বলেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী ৫টি ছাড়াও আরও কয়েকটি আলাপ-আলোচনার মাধ্যমে বিরোধী দল থেকে দেয়া যেতে পারে। নিম্ন কক্ষে নারী আসন ২৫ শতাংশ করার পক্ষে বেশির ভাগ দলই মত দিয়েছে। আর তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে কারও মত আসেনি।
আরও পড়ুন
সমকাল
বঙ্গবন্ধুসহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল
মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ) মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে প্রকাশ করা অধ্যাদেশে এসব নেতার পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এদিন রাত ১১টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়।
প্রথম আলো
সংঘাতের শিকার শিশুদের স্মরণ করার দিন আজ
‘জাবিরের কথা বলতে আমার অনেক কষ্ট হয়। ওকে হারানোর অসহনীয় বেদনা নিয়ে দিন কাটে। এরপরও বারবার বলতে চাই, মানুষ যেন তার কথা মনে রাখে।’ কথাগুলো বলার সময় কাঁদছিলেন জাবির ইব্রাহিমের (৬) মা রোকেয়া বেগম। গত বছরের ৫ আগস্ট মা–বাবার সঙ্গে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে আনন্দমিছিলে থাকার সময় গুলিতে প্রাণ হারায় শিশুটি। দক্ষিণখান এলাকার বাসিন্দা কবির হোসেন ও রোকেয়া বেগমের এক মেয়ে ও দুই ছেলের মধ্যে জাবির ছিল সবার ছোট।
শুধু জাবির নয়, রিয়া গোপ, আবদুল মোতালেব, আবদুল আহাদ, সাফকাত সামির ও নাঈমা সুলতানার মতো অনেক শিশু প্রাণ হারিয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে। সেসব শিশু-কিশোরকে স্মরণ করার দিন আজ। আজ আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের স্মরণে আন্তর্জাতিক দিবস (দ্য ইন্টারন্যাশনাল ডে অব ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অব অ্যাগ্রেসন)। জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ৪ জুন বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
বণিক বার্তা
পাঁচ বছরে বিদ্যুতে ভর্তুকি বেড়েছে ৫৯৩%, জ্বালানিতে ৩১১ শতাংশ
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সক্ষমতা বাড়াতে দেশী-বিদেশী বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। এ দুই খাতে ব্যাপকভাবে অবকাঠামো উন্নয়ন হলেও ভর্তুকি কমানো যায়নি। বিগত পাঁচ অর্থবছরে বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকার ভর্তুকি দিয়েছে ২ লাখ ৬ হাজার ৯৬২ কোটি টাকা। এর মধ্যে বিদ্যুতে ভর্তুকি দেয়া হয়েছে প্রায় ১ লাখ ৩৯ হাজার কোটি টাকা এবং ৬৮ হাজার কোটি টাকা দেয়া হয়েছে গ্যাস ও জ্বালানির অন্যান্য খাতে। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর সময়কালে এ পরিমাণ অর্থ ভর্তুকি দিয়েছে সরকার। অর্থবছর ধরে ভর্তুকির পরিমাণ বিবেচনায় নিলে দেখা যায় এ পাঁচ বছরের ব্যবধানে বিদ্যুতে ভর্তুকি বেড়েছে ৫৯৩ শতাংশ এবং জ্বালানি খাতে ৩১০ শতাংশ।
প্রথম আলো
গাবতলী হাটের ইজারা নিয়ে ‘স্বেচ্ছাচারিতায়’ ডিএনসিসির ক্ষতি সাড়ে ৫ কোটি টাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী হাট ইজারা দেওয়া হয় বাংলা সন অনুযায়ী এক বছরের জন্য। চলতি বাংলা সনের জন্য প্রথম দফায় দরপত্র আহ্বান করে হাটের জন্য সর্বোচ্চ দর পাওয়া যায় ২২ কোটি ২৫ লাখ টাকা। তখন দরপত্র আহ্বানে ‘প্রক্রিয়াগত ভুল’ দেখিয়ে সর্বোচ্চ দরদাতাকে ইজারা না দিয়ে খাস আদায়ের সিদ্ধান্ত দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
দেশ রূপান্তর
প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটকে জনবান্ধব ও ব্যবসাবান্ধব বলে আখ্যায়িত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে বাজেটে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেছেন, ‘অনেকে বলছেন আমরা পুরনো নিয়মে বাজেট করেছি, আগের পদাঙ্ক অনুসরণ করা হয়েছে। এটা ঠিক না। আমরা এই সময়ে চট করে একটা দারুণ বিপ্লবী বাজেট দিয়ে দেব, দারুণ একটা রাজস্ব আনব! সেটা সম্ভব নয়। কারণ আমরা ক্ষমতা নিইনি, দায়িত্ব নিয়েছি। দায়িত্বটা একটা কঠিন সময়ে নিয়েছি।’ গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কালের কণ্ঠ
সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সারা দিন আকাশ ঝলমলে ছিল। বৃষ্টি হয়নি। তবে এর সঙ্গে মিল পাওয়া যায়নি নদ-নদীর পানির।
গোয়াইনঘাট উপজেলার জাফলং ছাড়া জেলার সব পয়েন্টে গতকাল মঙ্গলবার নদীর পানি বেড়েছে। কানাইঘাট বন্যাকবলিত রয়েছে। ঈদের আগমুহূর্তে ব্যবসা-বাণিজ্যে এই বন্যা পরিস্থিতি ফেলেছে বিরূপ প্রভাব।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয় বলছে, গতকাল সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত হয় ২৬.৬ মিলিমিটার।
বণিক বার্তা
সারা দেশে মহাসড়কের পাশে ২৩০ অস্থায়ী পশুর হাট, ৬৪টিই অতি ঝুঁকিপূর্ণ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার থেকে চৌদ্দগ্রাম বাজারের দূরত্ব ৬৬ দশমিক ৩ কিলোমিটার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে বসেছে কোরবানির পশুর চারটি অস্থায়ী হাট। আর ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত মহসড়কের পাশে বসেছে ১৯টি পশুর হাট। বাণিজ্যিক পণ্য ও পর্যটকবাহী যানের পাশাপাশি ঈদযাত্রার বাড়তি চাপের মধ্যে এসব পশুর হাট মহাসড়কটিতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করছে। শুধু এ মহাসড়কেই নয়, হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, এবার সারা দেশে মহাসড়কের পাশে ২৩০টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। এর মধ্যে ৬৪টি হাট অতি গুরুত্বপূর্ণ স্থানে বসানোয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মহাসড়কগুলো।
