প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণা, যা বলল ইইউ

প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট সময় (২০২৬ সালের এপ্রিল) ঘোষণা করার পরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন সে বিষয়ে একটি প্রতিক্রিয়া জানিয়েছে।
শুক্রবার ফেসবুকে ইউরোপীয় ইউনিয়নের পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। ইইউ বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে; আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’
আরও পড়ুন
ফেসবুক পোস্টে আরো বলা হয়, স্থিতিশীল, আরও সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বার্থে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হতে এবং উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা নির্ধারণের কাজ এগিয়ে নিতে সকল অংশীদারদের প্রতি ইইউ প্রতিনিধিদল আহ্বান জানায়।
এমজে
