ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো ১০০ সহকারী কমিশনারকে

বিসিএস প্রশাসন ক্যাডারের ১০০ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মো. শাহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের আগামী ৩ জুলাইয়ের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন>>>
এমএম/এসএম