বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা বেড়েছে ৩৩ গুণ

এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৩৩ গুণ।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের পর গত বছরই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৮৭১ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা)। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ।
আরও পড়ুন
২০২৪ সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ। ২০২৩ সালে ছিল ১ কোটি ৭৭ লাখ ফ্রাঁ। এক বছরে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৫৭ কোটি ১৮ লাখ ফ্রাঁ।
এর আগে ২০২২ ও ২০২৩ সালে পরপর দুই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল।
বাংলাদেশিদের পাশাপাশি ভারতের নাগরিকদের অর্থও বেড়েছে। ২০২৩ সালে সুইস ব্যাংকে ভারতীয়দের জমা অর্থের পরিমাণ ছিল ১০৩ কোটি ফ্রাঁ, গত বছর তা বেড়ে হয়েছে ৩৫০ কোটি সুইস ফ্রাঁ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের অর্থসম্পদ বাজেয়াপ্ত হতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, এর প্রতিক্রিয়ায় অনেকেই নিজেদের অর্থ বাজেয়াপ্তি থেকে বাঁচাতে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করে থাকতে পারেন।
এমজে
