শিক্ষার্থীদের আন্দোলনে দুর্ভোগে মানুষ

রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে বিপাকে পড়েছেন বহু মানুষ।
বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন বাজার এলাকার ভাটারা থানার সামনের সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ। উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যে রওনা হওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন।

এমন কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট।
মোহাম্মদ আমিনুর রহমান পরিবার নিয়ে বাড্ডা থেকে উত্তরা যাওয়ার জন্য বের হয়েছিলেন। কিন্তু বাঁশতলায় এসে তাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছে। তিনি বলেন, স্ত্রী সন্তান নিয়ে কী একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। পারিবারিক গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার দরকার ছিল কিন্তু এখন এখানে এসে দেখি এই অবস্থা। বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে।

এদিকে রামপুরায় যেতে চাওয়া যাত্রী রফিকুল ইসলাম বলেন, সবকিছু তো বন্ধ আন্দোলনের কারণে। এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। গরমও বেশ পড়েছে। এর মধ্যে হেঁটে যাওয়া খুব কষ্ট। রাস্তায় কেন এত দাবি-দাওয়ার আন্দোলন চলে? এতে আমাদের কত কষ্ট হয় তারা কেউ বোঝে না।
আরও পড়ুন
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আন্দোলনটি এখন একেবারে আমাদের থানার সামনে হচ্ছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, তাদের আন্দোলন স্থগিত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবিদাওয়া মেনে নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, পুলিশ তাদের ওপর হামলা করেছে। পুলিশ কোনো গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে।
তবে শিক্ষার্থীদের এমন অভিযোগ অস্বীকার করেছে দায়িত্ব পুলিশ সদস্যরা।
এর আগে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। কিছু শিক্ষার্থীকে তারা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলেন কিন্তু তারা আবারও সড়কে উঠে আসেন এবং ব্লক করে দেন।
এমএসি/এমএ