প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটতে গিয়ে আ. লীগের দুই কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার অনুষ্ঠানে অংশ নেওয়া যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার নুরনগর হাউজিং সোসাইটির মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— লোহাগাড়া উপজেলার মৃত হাফিজ আহমদের ছেলে মো. হানিফ এবং বোয়ালখালী উপজেলার নিজাম উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হানিফ এরআগেও নগরীতে ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে একাধিক ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া জুলাই-আগস্ট মাসজুড়ে চলমান ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরও হামলায় জড়িত ছিলেন তিনি।
আরও পড়ুন
হানিফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেনকেও একই অভিযানে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও ও কর্ণফুলী থানার যৌথ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নগরীতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করেছেন বলে প্রমাণ রয়েছে।
এমআর/এআইএস