‘এখন সময় এসেছে মানবসম্পদের দিকে মনোনিবেশ করার’

টোকিওর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সম্প্রতি বাংলাদেশের মানবসম্পদ বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়।
টোকিওর বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৬ জুন দূতাবাসের অডিটোরিয়ামে সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ওয়াতামি এজেন্ট কোং লিমিটেডের প্রেসিডেন্ট জুন ওনেদা এবং কাইকম ড্রিম স্ট্রিট বিডি কোং লিমিটেডের প্রতিনিধিরা বাংলাদেশে মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বক্তব্য দেন। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি প্রেরণ ও এর জন্য কার্যকর ব্যবস্থা প্রণয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, এখন সময় এসেছে মানবসম্পদের দিকে মনোনিবেশ করার। কারণ একদিকে বাংলাদেশের রয়েছে প্রচুর দক্ষ জনশক্তি এবং অন্যদিকে জাপানে রয়েছে বিদেশি শ্রমিকদের ক্রমবর্ধমান চাহিদা।
সেমিনারে অফলাইন ও অনলাইনে প্রায় ৯০টি জাপানি কোম্পানি ও জনশক্তি নিয়োগকারী সংস্থা অংশগ্রহণ করে। সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআই/এমজে