বিবিএসের জরিপ/নিজেকে নিরাপত্তাহীন ভাবেন অর্ধেক মানুষ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
তারিক সিদ্দিক ও তাঁর স্ত্রীর বাগানবাড়ি, ফ্ল্যাট, জমিসহ বিপুল সম্পদের খোঁজ
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তাঁর স্ত্রী শাহিদ সিদ্দিকের বাগানবাড়ি, ফ্ল্যাট ও বিপুল জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের এসব সম্পদ ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে।
দুদকের কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান এখনো চলছে। আরও সম্পদ পাওয়া যাবে বলে ধারণা করছেন তাঁরা। ব্যাংকে তারিক সিদ্দিক ও তাঁর স্ত্রীর টাকা আছে কি না, কত লেনদেন হয়েছে, সেই তথ্য পাওয়া এখনো বাকি।
টিবিএস
জুলাই নিয়ে 'কটূক্তি', কুষ্টিয়ায় বিক্ষোভের মুখে পুলিশ সদস্য ক্লোজড
জুলাই অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্যের 'আপত্তিকর' পোস্ট করার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ করেছেন তারা।
এ ঘটনায় ওই পুলিশ সদস্যের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তিন সদস্যের তদন্ত কমিটিও।
আজকের পত্রিকা
জুলাই সনদ চলতি মাসেই দেওয়া এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ভাবনা থেকে রাষ্ট্র পরিচালনার মৌলিক পদ্ধতি সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার প্রস্তাবের বেশির ভাগ দল মোটামুটি একমত হলেও দুটি বিষয়ে প্রায় অনড় অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে সংলাপে বেশ ভালোই জট লেগেছে।
যে দুই বিষয়ে বিএনপির প্রবল আপত্তি, তার একটি হলো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটি গঠন, অন্যটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের গঠন পদ্ধতি ও এর এখতিয়ার।
প্রথম আলো
৬১০ কোটি টাকা ব্যয়ে বড় বড় বহুতল ভবন, হতদরিদ্র মানুষের প্রশিক্ষণ আর হচ্ছে না
ছোট–বড় ১৮টি ভবন। তিন বছর আগে তৈরি এসব ভবনের কোনোটি ১০ তলা, কোনোটি ৬ তলা। তবে একটিরও ব্যবহার নেই। ভবনগুলোর বাইরের চত্বরে ঝোপঝাড় গজিয়েছে। চারপাশে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে আবর্জনা। ভবনের ভেতরে মাকড়সা বাসা বেঁধেছে, জমেছে ধুলোবালি। অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে প্রশিক্ষণের যন্ত্রপাতি।
এ চিত্র জামালপুরের মেলান্দহ উপজেলার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ)। ২০২২ সালে নির্মাণের পর থেকে এটি খালি পড়ে আছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩১ কোটি টাকার বেশি। লক্ষ্য ছিল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের হতদরিদ্র মানুষকে প্রশিক্ষিত করে জনশক্তিতে রূপান্তর করা।
আরও পড়ুন
সমকাল
পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনঃতদন্ত করবে দুদক
পদ্মা সেতু দুর্নীতি মামলা আবার সামনে এলো। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এসএনসি-লাভালিনকে পরামর্শক হিসেবে কাজ পাইয়ে দিতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে এই মামলা করা হয়েছিল।
গতকাল মঙ্গলবার দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, অনিয়ম-দুর্নীতির যথেষ্ট উপাদান ও প্রমাণ থাকা সত্ত্বেও বিগত কমিশন গায়ের জোরে অভিযুক্তদের মামলা থেকে দায়মুক্তি দিয়েছিল। বর্তমান কমিশন পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম আলো
হাজারো বন্দীর মধ্যে শুধু পাঁচজনের মাথায় কেন ‘লাল টুপি’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাড়ে পাঁচ হাজার বন্দী রয়েছেন। এঁদের মধ্যে হাজতিদের (যাঁদের মামলা বিচারাধীন) গায়ে থাকে সাধারণ পোশাক। আর কয়েদিদের (যাঁদের সাজা হয়েছে) পরনে থাকে বিশেষ পোশাক—সাদার ওপর ডোরাকাটা জামা, মাথায় সাদা টুপি। কিন্তু বন্দীদের মধ্যে পাঁচজন আলাদা। তাঁদের মাথায় সাদা নয়, আছে লাল টুপি। ওই পাঁচজন হলেন ফরহাদ হোসেন, মো. এমরান, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন ও মো. আনোয়ার হোসেন।
কালের কণ্ঠ
গতকাল মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনাসভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে দলের দুই শীর্ষ নেতা জাতীয় ঐক্যের এই আহবান জানান।
এর মাধ্যমে চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি শুরু করল বিএনপি। খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন থেকে এবং তারেক রহমান লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
যুগান্তর
সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে প্রহসনের নির্বাচন
‘সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে ২০১৮ সালে প্রহসনের নির্বাচন দিতে বাধ্য হয়েছি। সেসময় আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, গোয়েন্দা সংস্থা, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা মিলে দিনের ভোট রাতেই করে ফেলেন। যখন দেখলাম কিছু কিছু কেন্দ্রে ৯০ থেকে ১০০ শতাংশ ভোট পড়েছে, তখন আমি বুঝে গেলাম দিনের ভোট রাতেই হয়ে গেছে। তৎকালীন সরকারের সরাসরি হস্তক্ষেপে এসব সংঘটিত হয়েছে।’ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরল হুদা মঙ্গলবার আদালতে দেওয়া জবানবন্দিতে এমন কথা বলেন।
ইত্তেফাক
জুলাই সনদ আদায়ে রাজপথে থাকার ঘোষণা এনসিপির, ‘পদযাত্রা’ শুরু
জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে রাজপথে অনড় থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩ আগস্ট ঢাকায় ছাত্র-শ্রমিক-জনতা নিয়ে পদযাত্রার মাধ্যমে রাজধানীর রাজপথ দখলের ঘোষণা দিয়েছে দলটি।
কালবেলা
বিবিএসের জরিপ/নিজেকে নিরাপত্তাহীন ভাবেন অর্ধেক মানুষ
দেশের প্রায় অর্ধেক মানুষ নিজেকে অনিরাপদ মনে করেন। একই সঙ্গে তারা নিজ সম্পদ, মূল্যবান সামগ্রী, বসতবাড়ি নিয়েও নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। এ শঙ্কা পুরুষের তুলনায় নারীদের বেশি। সম্প্রতি সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপের নাম দেওয়া হয়েছে ‘সিটিজেন পারসেপশন সার্ভে’ বা নাগরিক অভিমত। জুলাই বিপ্লবের পর গত ফেব্রুয়ারি মাসে জরিপটি পরিচালনা করা হয়, যার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে গত ১৯ জুন।
জরিপের ফল সম্পর্কে জানতে চাইলে বিবিএসের প্রকল্প পরিচালক (পিডি) রাশেদ-ই মাসতাহাব কালবেলাকে বলেন, ‘বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যে তথ্য দিয়েছে, তাই শুধু আমরা তুলে ধরেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মতামত বা মন্তব্য নেই।’
টিবিএস
বিতর্কিত রাজস্ব কর্মকর্তা মতিউরের দেওয়া রায়ে হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার
গত বছরের ঈদুল আজহার আগে ছেলের ছাগলকাণ্ডে আলোচনায় আসার সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন মতিউর রহমান। অভিযোগ উঠেছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি কর ফাঁকির মামলায় ব্যবসায়ীদের পক্ষে রায় দিয়েছেন, যার ফলে সরকার প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছে রাজস্ব বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ফাঁকি দেওয়া শুল্ক ও ভ্যাট আদায় নিশ্চিত করার জন্য। তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অভিযোগ, ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ জুন ২০২৪ পর্যন্ত মাত্র চার মাসের স্বল্পমেয়াদি দায়িত্বকালীন সময়ে ট্রাইব্যুনালের প্রধান হিসেবে মতিউর রহমান—নিয়মিতভাবে বড় অঙ্কের শুল্ক ও কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত কোম্পানিগুলোর পক্ষে রায় দিয়ে, ঠিক এর উল্টো কাজ করেছেন।
টিবিএস
কুড়িগ্রাম, রৌমারী, চিলমারীর চরাঞ্চলে ডাকাতি ঠেকাতে ড্রোন
কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুর রুটের দুর্গম চরাঞ্চলে অপরাধ দমন করতে আকাশে ড্রোন উড়িয়ে ঝুঁকিপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি নৌপথেও দুই দিন বিশেষ নজরদারি চলছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি), নৌপুলিশ ও থানা পুলিশ টহল বাড়িয়েছে। প্রতি হাটবার কঠোর নজরদারি বজায় রাখা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, চিলমারী-রৌমারী-রাজিবপুর রুটে বিভিন্ন সময়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ কারণে হাটের দিনসহ অন্যান্য দিনেও এই রুটে বিশেষ নজরদারি চলছে। ড্রোন দিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি অব্যাহত থাকবে।
