ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর ক্যান্টিন সংস্কার করার সময় দেয়াল চাপা পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত দানী ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার নয়ানগর এলাকায়। বর্তমানে তিনি মিরপুর-১০ নম্বরে ভাড়া থাকতো।
নিহত দানী ইসলামের শ্যালক শহিদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর ক্যান্টিনের কাজ চলছিল। আমি আগে থেকে এখানে কাজ করি, আজকে আমার বোন জামাইকে প্রথম কাজ করার জন্য নিয়ে এসেছি। ক্যান্টিনের একটি ওয়াল ভাঙার সময় হঠাৎ দেয়াল চাপা পড়ে আমার দুলাভাই। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই।
এ ঘটনার বিষয়ে জানতে ওই নির্মাণকাজের ইঞ্জিনিয়ার মালেককে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এসএম