মুদ্রণ শিল্প সমিতিতে প্রশাসক নিয়োগ, বাদ পড়লেন রব্বানী জব্বার

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতির পদ থেকে সরানো হয়েছে সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই রব্বানী জব্বারকে। এর বদলে সেখানে বাণিজ্য মন্ত্রণালয় একজন প্রশাসক নিয়োগ দিয়েছে।
রোববার (১৩ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মুহাম্মদ রেহান উদ্দিনের সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে একটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
জানা গেছে, রব্বানী জব্বার দীর্ঘদিন ধরেই সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। যদিও সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট, এরপরও তিনি দায়িত্বে বহাল ছিলেন। অভিযোগ রয়েছে, সমিতির নিয়মিত কার্যক্রমে অনুপস্থিত থাকা সত্ত্বেও তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি বৈঠকে সমিতির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতেন। এমনকি গত সপ্তাহেও এনসিটিবির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি।
সূত্র জানায়, ২০২৪ শিক্ষাবর্ষে সরকারি বিনামূল্যের পাঠ্যবইয়ের জন্য ১ কোটি ৪৭ লাখ বই ছাপার কাজ পান রব্বানী জব্বার। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সমিতির সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
বাণিজ্য মন্ত্রণালয়ে গত ফেব্রুয়ারিতে বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের আবেদন করেন সমিতির সদস্য এবং রিমিনি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী। তার অভিযোগ, বিগত সরকারের আমলে নির্বাচন প্রভাবিত হয়েছিল এবং বর্তমান কমিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে ব্যর্থ হয়েছে।
মন্ত্রণালয় বিলম্ব মওকুফের আবেদন প্রত্যাখ্যান করলে বর্তমান কমিটি হাইকোর্টে রিট করে, যার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আলী পাল্টা রিট দায়ের করেন। তদন্তে সমিতির কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতেই বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় এই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরএইচটি/এমএন