চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন প্রাণ হারিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে আড়াইটার দিকে নগরীর টাইগারপাস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আশেক বলেন, ‘অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে পথচারীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন
তিনি বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।’
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ রফিক কোম্পানি (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চননগর (নগরপাড়া) হযরত হাছান শাহ (রহ.) মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক কোম্পানি ওই এলাকার বায়তুল মাল মহল্লার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী দ্রুতগতির ঈগল পরিবহনের একটি বাস রফিক কোম্পানিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরএমএন/এমএসএ