রাজধানীর উত্তরায় ব্লকেড, বন্ধ যান চলাচল

গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) কর্মসূচিতে ধারাবাহিক হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র ও সাধারণ জনতা।
বুধবার (১৬ জুলাই) বিকেলে উত্তরা ৮ নম্বর সেক্টরের আজমপুর ও হাউজ বিল্ডিং মোড় ঘিরে বিক্ষোভে নেমে পড়েন শতাধিক প্রতিবাদকারী। এতে করে বন্ধ হয়ে যায় যানচলাচল। এ সময় তাদের গোপালগঞ্জের হামলার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা দাবি করেন, গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাদের পদযাত্রা ও শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশি সহায়তায় হামলা করেছে। এর প্রতিবাদে উত্তরা অঞ্চলে তারা ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে উত্তরা আজমপুর মোড়ে হঠাৎ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ জড়ো হয়ে সড়কে বসে পড়ে। তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। এতে উত্তরা হাউজ বিল্ডিং থেকে আজমপুর এবং উত্তরা পশ্চিম থানার পাশ দিয়ে চলাচলকারী যানবাহন আটকে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা।

বিক্ষোভে অংশ নেওয়া মাহিম ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা নাগরিকদের অধিকার। কিন্তু আজ গোপালগঞ্জে যা হয়েছে, তা ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান।
রবিউল ইসলাম নামের আরেক বিক্ষোভকারী বলেন, আমরা দেখেছি কীভাবে গোপালগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে সাউন্ড সিস্টেম, চেয়ার, স্টেজ ভাঙচুর করেছে। পরে আবার এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আরএইচটি/এমজে