খুলনা-বরিশালের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি

খুলনা ও বরিশাল রেঞ্জের সব থানায় এবং খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীন সব থানায় আগামীকাল সোমবার (২১ জুলাই) থেকে চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা।
রোববার (২০ জুলাই) পুলিশ সদরদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা সহজে পৌঁছে দিতেই ঘরে বসেই সব ধরনের অনলাইন জিডি সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর রেঞ্জ এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ এলাকায় ৪৫৭টি থানায় এই সেবা চালু হয়েছে।
আরও পড়ুন
আগে অনলাইনে শুধু হারানো কিংবা কোনো কিছু পাওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি করা যেত। এখন থেকে খুলনা ও বরিশাল রেঞ্জের সব জেলা এবং খুলনা ও বরিশাল মহানগরের মোট ১২২টি থানায় সব ধরনের জিডি অনলাইনে করা যাবে।
এই সেবা নিতে ‘Online GD’ নামে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।
এমএসি/এআইএস