বর্ষার দূত কদম ফুল

কদম যেন বর্ষার দূত। বর্ষার আগমনী বার্তা নিয়ে আসে এই ফুল। প্রতিবছর আষাঢ় মাসের আগেই কদম ফুল ফুটতে দেখা যায়। ব্যতিক্রম হয়নি এবারও, ফুটেছে কদম। যার দেখা মিলল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

সবুজ পাতার মাঝে গোলাকার সাদা হলুদ রঙে মিশ্রিত ফুলটি বুঝিয়ে দেয়, বর্ষা এসে গেছে। প্রকৃতিও যেন কানের দুলে সেজেছে কদম ফুল দিয়ে।

সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে দেখা গেল কয়েকজনকে। তারা গাছ থেকে কদম ফুল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে।

আরেকদিকে দেখা গেল, ঘুরতে আসা যুগলদের কাছে কদম ফুল বিক্রি করা হচ্ছে। প্রতি পিস ফুল ৫-১০ টাকায় বিক্রি করছেন ভ্রাম্যমাণ ফুল বিক্রেতারা।

কদম নামটি এসেছে সংস্কৃত কদম্ব থেকে। যার অর্থ হলো, ‘যা বিরহীকে দুঃখী করে’। প্রাচীন সাহিত্যের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে কদম ফুল।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অসংখ্য কবিতা, গান, নাটকে স্থান দিয়েছেন বর্ষা বন্দনা এবং কদম ফুলকে।

কদম ফুলের সৌন্দর্যে রয়েছে বিশালতা। এই ফুলের নামেও আছে ভিন্নতা। প্রতিটি নামই যেন কদমকে এক একভাবে বিশ্লেষণ করে, ফুটিয়ে তোলে রূপ ও গুণ। এর অন্য নামগুলো হলো- বৃত্তপুষ্প, সর্ষপ, ললনাপ্রিয়, সুরভী, মেঘাগমপ্রিয়, মঞ্জুকেশিনী, কর্ণপূরক, পুলকি, ভৃঙ্গবল্লভ, প্রাবৃষ্য, সিন্ধুপুষ্প ইত্যাদি।
এসএসএইচ