চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা আহত

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অনির্বান চৌধুরী (৫০) নামে এক যুবলীগ নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ জুলাই) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার মস্তাননগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অনির্বান চৌধুরী মীরসরাই উপজেলা যুবলীগের নেতা ছিলেন। পাশাপাশি তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদেরও আহ্বায়ক। তার বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন অনির্বান। পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় অনির্বানকে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এমআর/এসএসএইচ