ছাত্রকে যৌন নিপীড়ন, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর ফারুক (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ জুলাই) রাতে নগরীর বন্দর থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী (১৩) মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
পুলিশ জানায়, ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক একাধিকবার ওই ছাত্রের ওপর যৌন নিপীড়ন চালায়। নিপীড়নের ঘটনায় গত রোববার (২৪ জুলাই) ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ জানান, মামলার পর ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার শিকার ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রমাণ পাওয়া গেছে।
আরএমএন/এআইএস