ট্রাফিক ব্যবস্থাপনায় মামলার ক্ষেত্রে বডিওর্ন ক্যামেরা সন্নিবেশের সুপারিশ

ট্রাফিক ব্যবস্থাপনায় মামলা দেওয়ার ক্ষেত্রে বডিওর্ন ক্যামেরাসহ উন্নত প্রযুক্তির সন্নিবেশ করার সুপারিশ করা হয়েছে পুলিশ সংস্কার কমিশনে।
গত ২৩ জুলাই পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
সেখানে বলা হয়, ট্রাফিক ব্যবস্থাপনায় মামলা দায়ের, রেকার বিল চার্জ করা ইত্যাদি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।
এছাড়া রাস্তায় যানবাহনে নিয়মিত চেকিং বা চেকপোস্টের মাধ্যমে চেকিংয়ের ক্ষেত্রে বডিওর্ন ক্যামেরা বা সিসি ক্যামেরার সন্নিবেশন ও প্রয়োগ নিশ্চিত করা যেতে পারে বলে উল্লেখ করা হয়।
এএসএস/জেডএস