কারাগারে বন্দীর চাপ ধারণক্ষমতার দ্বিগুণ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
জুলাই সনদের খসড়া নিয়ে ৩ দলের আপত্তি, বিএনপি মোটামুটি একমত
জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে—সনদের এ বিষয়টি নিয়েই মূলত আপত্তি। দলগুলো বলছে, জুলাই সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে এনে তা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। না হলে পুরো সংস্কারপ্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তবে এ খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি।
দেশ রূপান্তর
১২ কোটি টাকার গাড়ি ৫ লাখে!
এমপি কোটায় আনা ৩০ গাড়ি (ল্যান্ড ক্রুজার) নিয়ে বিপাকে কাস্টমস। বিলাসবহুল যে গাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা, নিলামে সেই গাড়ির দাম উঠেছে এক থেকে পাঁচ লাখ টাকা। নিলাম আইনে দ্বিতীয় নিলামে প্রথম দামের চেয়ে বেশি দাম পেলেই এসব গাড়ি বরাদ্দ দিয়ে দিতে হবে। তাই দ্বিতীয় নিলাম না ডেকে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি লিখেছে চট্টগ্রাম কাস্টমস।
বণিক বার্তা
গ্যাসের ‘সিস্টেম লসে’ আর্থিক ক্ষতি ভর্তুকির প্রায় অর্ধেক
দেশে সরবরাহ ব্যবস্থাপনায় প্রতি বছরই সিস্টেম লস হচ্ছে বিপুল পরিমাণ গ্যাস, যার আর্থিক মূল্য সাড়ে তিন থেকে ৪ হাজার কোটি টাকার মতো। আর এ অর্থ সরকারের কাছ থেকে পাওয়া ভর্তুকির প্রায় অর্ধেক। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরেও প্রায় একই পরিমাণ গ্যাস সিস্টেম লস হিসেবে দেখিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা।
সমকাল
ভয়ের ছায়ায় মোহাম্মদপুর
রাজধানীর মোহাম্মদপুর-আদাবরের চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বছিলা, জেনেভা ক্যাম্প, শেখেরটেক, নবোদয় হাউজিং ও রায়েরবাজার বধ্যভূমি অপরাধপ্রবণ এলাকা। এই তথ্য ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের।
মোহাম্মপুরের বাকি যে এলাকা, সেখানে কেবল ভয়ের ছায়া। যখন-তখন যাকে-তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হেঁটে চলে যাচ্ছে কয়েকজন কিশোর– কদিন পরপর এমন আতঙ্ক-জাগানিয়া ভিডিও পরিস্থিতিকে অসহনীয় করে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে দ্রুত প্রতিকারের খবর কম। কখনও কখনও পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন
বণিক বার্তা
খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ভারতের আদলে ‘ফ্রড’ লিস্ট হতে পারে বাংলাদেশেও
ভারতের বনেদি ব্যবসায়ী পরিবারগুলোর একটি ‘আম্বানি’। প্রয়াত ধীরুভাই আম্বানির দুই ছেলের একজন মুকেশ আম্বানি এখন এশিয়ার শীর্ষ ধনী। আর ছোট ছেলে অনিল আম্বানিকে ‘ফ্রড’ বা ‘প্রতারক’ ঘোষণা করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। পাশাপাশি তার মালিকানাধীন কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনসকেও ফ্রড ঘোষণা করা হয়েছে। জাতীয়ভাবে প্রতারক ঘোষিত অনিলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।
আজকের পত্রিকা
৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও
তিস্তা সেচ প্রকল্পের ৮০০ কোটি টাকার কাজ বাকি রেখে উধাও হয়েছেন ১৬ ঠিকাদার। তাঁরা কাজ না করে আগেভাগে বিল তুলে ৫ আগস্টের পর থেকে পলাতক। ফলে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট এবং বগুড়ায় সেচের সুবিধার্থে নেওয়া এ প্রকল্পের তিনটি সেক্টরের মধ্যে একটির কাজ বন্ধ রয়েছে। বাকি দুই সেক্টরের ঠিকাদারেরা কাজ করলেও সময়মতো প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তায় পড়েছে।
সমকাল
অপরিবর্তিত থাকছে নীতি সুদহার
মূল্যস্ফীতি কমে গত জুনে ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ। এ অবস্থায় বিনিয়োগ বাড়াতে সুদহার কমানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। তবে নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক আপাতত প্রধান নীতি সুদহার (রেপো) ১০ শতাংশে অপরিবর্তিত রাখতে পারে। অন্যদিকে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হচ্ছে ৯ শতাংশ। প্রাক্কলিত লক্ষ্যমাত্রা প্রকৃত অর্জনের চেয়ে বেশি হলেও গত অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম। আর সরকারি ঋণের প্রবৃদ্ধি ধরা হচ্ছে ২০ শতাংশ।
প্রথম আলো
যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা
গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ছয় বছর আগে সর্বশেষ ডাকসু নির্বাচনে বেশির ভাগ পদে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) প্যানেল থেকে জয় পেলেও সহসভাপতির (ভিপি) পদে জয়ী হয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর।
আজকের পত্রিকা
কারাগারে বন্দীর চাপ ধারণক্ষমতার দ্বিগুণ
আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা, গুম, হামলাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সারা দেশে এখনো বিশেষ অভিযানে প্রতিদিন এক-দেড় হাজার আসামিকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব আসামিকে পাঠানো হচ্ছে কারাগারে। এতে বন্দীদের চাপ বাড়ছে কারাগারে। ফলে ধারণক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে কারাগারে।
কালের কণ্ঠ
নৈরাজ্যের আশঙ্কা, আতঙ্ক সতর্কতা
আগস্ট মাস ঘিরে চারপাশে আতঙ্ক, চাপা উত্তেজনা ও নৈরাজ্যের আশঙ্কা। ঘটনাবহুল আগস্ট মাসে ক্ষমতার পালাবদলের এক বছর পূর্তি। সরকারের পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নানা কর্মসূচি চলছে, চলবে। এ সময়ে নাশকতা হতে পারে বলে আশঙ্কা খোদ গোয়েন্দা সংস্থাগুলোর।
কালের কণ্ঠ
কর্মকর্তার কম্পানিই বাগিয়ে নিচ্ছে কোটি টাকার কাজ
দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) এক কর্মকর্তার অনভিজ্ঞ প্রতিষ্ঠানই বাগিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার কাজ। বিআরইবির কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তার যোগসাজশে এই কর্মকর্তার অনভিজ্ঞ সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে সরবরাহকারী সাজিয়ে নিম্নমানের প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক প্রটেকশন ডিভাইস ‘অটোমেটিক সার্কিট রিক্লোজার (এসিআর)’ ক্রয় বাণিজ্যের ছক তৈরি করা হচ্ছে।
বিআরইবি সম্প্রতি ১১ কেভি ও ৩৩ কেভি এসিআর ক্রয়ের জন্য দুটি স্থানীয় দরপত্র আহবান করে। প্রযুক্তিনির্ভর বৈদ্যুতিক প্রটেকশন ডিভাইস ‘অটোমেটিক সার্কিট রিক্লোজার (এসিআর)’ সরবরাহের কার্যাদেশ নিয়ে শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে বিআরইবির বিরুদ্ধে।
বণিক বার্তা
রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে আসছে
মিয়ানমার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তনের আভাস মিলছে, যার কেন্দ্রবিন্দুতে আছে ‘রেয়ার আর্থ মিনারেল’ বা বিরল খনিজ ঘিরে নতুন ভূরাজনৈতিক কৌশল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন কিছু প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছে, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিয়ানমার নীতিকে পাল্টে সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথ খুলে দিতে পারে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত মিয়ানমারের বিরল খনিজ সম্পদকে চীনের একক নিয়ন্ত্রণ থেকে বের করে নিজস্ব সরবরাহ শৃঙ্খলে যুক্ত করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনের কূটনৈতিক প্রচেষ্টার মূল ভিত্তি ছিল আন্তর্জাতিক চাপ। কিন্তু যুক্তরাষ্ট্র যদি মিয়ানমারকে তাদের ভূরাজনৈতিক স্বার্থের অংশ করে নিতে চায়, তাহলে সে চাপ অস্তিত্বহীন হয়ে পড়তে পারে। এতে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা কার্যত শূন্যের কোটায় নেমে আসতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা।
দেশ রূপান্তর
চীনকে বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয়
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে তাদের বাধা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা বলেন।
কালবেলা
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
বর্তমানে প্রতি বছর বিশ্বে প্রায় ৮ লাখ ৭০ হাজার মানুষ লিভার ক্যান্সারে আক্রান্ত হন। ২০৫০ সাল নাগাদ বিশ্বজুড়ে এ ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে পারে। স্থূলতা, মদ্যপান ও হেপাটাইটিসের মতো প্রতিরোধযোগ্য স্বাস্থ্য সমস্যাগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হলে এমন অবস্থা তৈরির আশঙ্কা রয়েছে। গতকাল মঙ্গলবার প্রখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটের এক গবেষণা প্রতিবেদনে এ আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। বিশ্বমানের ক্যান্সার তথ্য প্ল্যাটফর্ম ‘গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি (জিসিও)’ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
বিবিসি
জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল?
জুলাই অভ্যুত্থান- যার মধ্য দিয়ে দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়, সেসময় রাজনৈতিক দলগুলোকে সম্মুখসারিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে এর কৃতিত্বের দাবি করতে দেখা গেছে।
তাদের ভূমিকা কতটা ছিল সেটা নিয়ে বিশ্লেষকসহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা ৩১শে জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন।
কালের কণ্ঠ
ঝুলছে সাড়ে চার হাজার মামলা
ইতালি নিয়ে ভালো কাজ দেবে বলে প্রলোভন দেখায় দালাল। এ জন্য দিতে হবে ১৫ লাখ টাকা। এতে প্রলুব্ধ হন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসিন্দা রিপন শিকদার। টাকাটা দিয়ে গত বছরের ২৮ জানুয়ারি ইতালির উদ্দেশে রওনা হন তিনি।
কিন্তু দুবাই হয়ে তিনি পৌঁছান লিবিয়ায়। কাজের বদলে জোটে নির্যাতন। উল্টো আরো সাড়ে ২৫ লাখ টাকা খরচ করে গত ২১ জুন দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে।
