অবৈধ অস্ত্রে বেপরোয়া অপরাধীরা, খুন-সহিংসতায় বাড়ছে উদ্বেগ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
নির্বাচন ঘিরে গুপ্ত হামলা ও অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কা
জাতীয় নির্বাচন সামনে রেখে চোরাগোপ্তা হামলা, অবৈধ অস্ত্রের ব্যবহার ও নাশকতার আশঙ্কা আরও প্রবল হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন আশঙ্কার কথা জানিয়েছে। পাশাপাশি যানবাহন এবং নির্বাচনী কাজে ব্যবহৃত হওয়া স্থাপনায়ও অগ্নিসংযোগ করে আতঙ্ক তৈরির চেষ্টাও হতে পারে—এমন আভাসও পেয়েছে পুলিশ।
আজকের পত্রিকা
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি বলেছেন, ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ; এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি হতে না দেওয়া। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে।’
ইত্তেফাক
আতঙ্কে সম্ভাব্য প্রার্থীরা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে ঢাকার রাজপথে প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পরদিনই এই ঘটনায় বেশি আতঙ্কিত সারা দেশের সম্ভাব্য প্রার্থীরা। এই ঘটনাকে তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুস্পষ্ট দুর্বলতা হিসেবেই দেখছেন।
আজকের পত্রিকা
ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি
বৈদেশিক ঋণে নেওয়া প্রকল্পের ৫ বছরের মেয়াদ শেষ হলেও কাজ এখনো অর্ধেক বাকি। এ অবস্থায় আবারও ঋণ করে প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে আড়াই বছর। এতে খরচ বাড়ছে আরও ৫০ শতাংশ। প্রকল্পটির নাম ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’।
যুগান্তর
পরীক্ষার মুখে সরকার ও ইসি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর দিনদুপুরে গুলি ও বিভিন্ন স্থানে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। তফসিল ঘোষণার পরপরই এমন ঘটনায় এক ধরনের পরীক্ষার মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। কারণ সব প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ইসির পাশাপাশি অন্তর্বর্তী সরকারেরও। তবে হাদির ওপর গুলির ঘটনাকে সরকার ও ইসি ষড়যন্ত্র হিসাবে দেখছে।
আজকের পত্রিকা
রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী
রাজধানী ঢাকার বৃহত্তর মিরপুরে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী। ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত এই চার শীর্ষ সন্ত্রাসীর সবাই বিদেশে। মিরপুরকে নিজেদের মধ্যে ১৪ ভাগে ভাগ করে নিজস্ব সন্ত্রাসী দল দিয়ে বিদেশে বসেই নিজ নিজ এলাকা নিয়ন্ত্রণ করছে তারা। কেউ পথের কাঁটা হলে হত্যাও করানো হচ্ছে। এর সর্বশেষ শিকার পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া।
বণিক বার্তা
ব্যয় সাশ্রয়ের পথে নেই সংস্কৃতি মন্ত্রণালয়
অর্থের সংকটে থাকা অন্তর্বর্তী সরকার শুরু থেকেই ব্যয় সাশ্রয়ের নীতি গ্রহণ করে। সরকারের নেয়া নীতি অনুসরণ করে পরিচালন ব্যয় কমিয়েছে অনেক মন্ত্রণালয়। তবে সাশ্রয়ের এ নীতির বিপরীত চিত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দায়িত্ব নেয়ার পর বেড়েছে এ মন্ত্রণালয়ের পরিচালন ব্যয়।
যুগান্তর
নতুন প্রজ্ঞাপনে স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র ক্ষোভ
বাংলাদেশ ব্যাংকসহ ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও এখন থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হতে পারবেন। এছাড়া এমডি হওয়ার আগে ডিএমডি-এএমডি পদে তিন বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের মতে, এটা দুঃখজনক। যারা এমডি পদে নিয়োগ দেন, তারাই যদি এমডি হতে চান, তাহলে সেটা সুস্পষ্টভাবে স্বার্থের দ্বন্দ্ব। এছাড়া এমডি হওয়ার আগে ডিএমডি-এএমডি পদে তিন বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা প্রত্যাহার চান তারা।
কালবেলা
সেই ফয়সালই পুলিশের টার্গেট
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শুটার ও তাকে বহনকারী মোটরসাইকেলের চালকসহ কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া অন্তত পাঁচজনকে শনাক্ত করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা, হয়নি মামলাও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, হাদির মাথায় গুলি চালানো শুটার ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানই তাদের মূল টার্গেট। পরিচয় শনাক্তের পর তাকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।
বণিক বার্তা
অবৈধ অস্ত্রে বেপরোয়া অপরাধীরা, খুন-সহিংসতায় বাড়ছে উদ্বেগ
দেশে খুন-সহিংসতার মতো ঘটনা বেড়েই চলেছে। এমনকি নির্বাচনী প্রচারণার সময়ও প্রার্থীদের ওপর গুলিবর্ষণসহ হামলার ঘটনা ঘটছে। হাতে অবৈধ অস্ত্র থাকায় অপরাধীরা এমন ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে। এতে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।
কালবেলা
সমুদ্র অক্সিজেন পায় ২৩২ কোটি বছর আগে
পৃথিবীর সমুদ্রে প্রথমবারের মতো স্থায়ীভাবে অক্সিজেন প্রবেশ করতে শুরু করে আজ থেকে প্রায় ২৩২ কোটি বছর আগে। কয়েক মিলিয়ন বছরের মধ্যে এটি অগভীর সমুদ্রগুলোতেও ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশনের (ডব্লিউএইওআই) বিজ্ঞানীরা দক্ষিণ আফ্রিকার প্রাচীন শিলা পরীক্ষা করে এ পরিবর্তনের সন্ধান পেয়েছেন।
শিলায় থাকা বিশেষ রাসায়নিক সংকেত দেখায়, ঠিক কখন সমুদ্রের পানিতে প্রথমবারের মতো স্থায়ী অক্সিজেন জমা হতে শুরু করেছিল। এ ঘটনাই পরবর্তী সময়ে জটিল জীবনের উদ্ভাবনের পথ তৈরি করেছিল।
বণিক বার্তা
প্রশাসনিক দুর্বলতায় জনপ্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা
পৃথক দাবিতে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন, দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগে বিতর্ক ও তাদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগসহ বিভিন্ন কারণে দেশের জনপ্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ ক্ষেত্রেই বিশৃঙ্খলার বিপরীতে ব্যবস্থা নিতে প্রশাসনিক দুর্বলতা ও রাষ্ট্রের নমনীয় নীতির বহিঃপ্রকাশ ফুটে উঠেছে। ফলে এর প্রভাব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালের কণ্ঠ
দুই পাহাড়ে লোভের কোপ
চট্টগ্রাম মহানগরীতে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাহাড়ে মাটি কাটা চলছেই। এই পাহাড়ের কিছু অংশ কেটে এরই মধ্যে স্কুলের জন্য পাঁচতলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে কুমিল্লার লালমাই পাহাড়ে রাতের আঁধারে কমপক্ষে আটটি চক্র মাটি কেটে সাবাড় করছে। প্রাচীন লালমাই পাহাড়ে, পাহাড়ের পাশের বিভিন্ন টিলা কেটে তৈরি করা হয়েছে সরকারি-বেসরকারি স্থাপনা।
কালবেলা
৭৮৬ কোটি টাকার গ্যাস বিল দিচ্ছে না লাফার্জহোলসিম
দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধ করছে না বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। এমনকি উচ্চ আদালতে করা মামলায় হেরে যাওয়ার পরও বকেয়া পরিশোধ না করে চেম্বার আদালতে যায় কোম্পানিটি। চেম্বার আদালতে আগামী ১৫ ডিসেম্বর বিষয়টির শুনানি অনুষ্ঠিত হবে। বর্তমানে কোম্পানিটির কাছে গ্যাস বিলের বকেয়া বাবদ ৭৮৬ কোটি টাকা পায় জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড (জেজিটিডিএসএল)। জ্বালানি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।
বিবিসি বাংলা
বাংলাদেশের রাজনীতিতে যেভাবে আলোচিত ওসমান হাদি
বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি আলোচিত-সমালোচিত নামগুলোর একটি হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদি। নিজের বক্তব্য আর কর্মকাণ্ডের মাধ্যমে যেমন আলোচনার জন্ম দিয়েছেন তেমনি কুড়িয়েছেন সমালোচনাও। অল্প সময়েই সমর্থকদের কাছে জনপ্রিয় এই যুবক প্রতিপক্ষের কাছে হয়েছেন চক্ষুশূল।
বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিভিন্ন রায় নিয়ে সোচ্চার ছিলেন মি. হাদি।
