সার সিন্ডিকেটে পুরোনো ডিলাররা, ভুগছে কৃষক

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
মৌলিক সংস্কারের সব বিষয়ে মতৈক্য হয়নি
এখন পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক সংস্কারের সব প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। এর মধ্যে দলগুলোর ঐকমত্যের দলিল বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে, তা নিয়েও আলোচনা করার দাবি উঠেছে। ফলে আজ বৃহস্পতিবার সংস্কার প্রশ্নে জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
কালবেলা
৫৯ ভিআইপি আসামি ‘বিশেষ কারাগারে’
আওয়ামী লীগ সরকার পতনের পর ২ শতাধিক ভিআইপি আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, আমলা, হেভিওয়েট নেতাকর্মীসহ ১৬১ জন কারাগারে ডিভিশন (প্রথম শ্রেণির বন্দি হিসেবে উন্নত সুযোগ-সুবিধা) পেয়েছেন। তবে এসব আসামির মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে—এমন ৫৯ ভিআইপি আসামির তালিকা করেছে কারা কর্তৃপক্ষ। তাদের নিয়ে জেলখানার সাধারণ কয়েদিদের মাঝে রয়েছে প্রচণ্ড ক্ষোভ ও ঘৃণা। যে কোনো সময় তারা সাধারণ কয়েদিদের রোষানলে পড়লে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে আদালত চত্বরেও কিছু আসামির ওপর ঘৃণা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেছে। ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। তাই এসব আসামির বিশেষ নিরাপত্তার জন্য ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের ভেতর বিশেষ কারাগার প্রস্তুত করা হয়েছে। সেখানে রাখা হয়েছে তালিকাভুক্ত এসব আসামিকে। এই কারাগারে শুধু আওয়ামী লীগের ওই ৫৯ ভিআইপি আসামি ছাড়া আর কোনো আসামি নেই। তাদের নিরাপত্তা ও বিশেষ নজরদারির জন্য দেশের সব কারাগার থেকে চৌকস কারারক্ষীও বাছাই করে আনা হয়েছে।
কালের কণ্ঠ
এখন আলোচনায় ‘এক্সিট’
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স আগামী ৮ আগস্ট এক বছর পূর্ণ হতে যাচ্ছে। গত ৩০ জানুয়ারি এই সরকারের বয়স যখন ছয় মাসের কাছাকাছি, তখন বেলজিয়ামভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর-কষাকষি এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এ বছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে।’ তবে স্বদেশি বিশেষজ্ঞরা কেবল রাজনৈতিক চ্যালেঞ্জ দেখছেন না, অর্থনৈতিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতিও এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন।
সমকাল
সার সিন্ডিকেটে পুরোনো ডিলাররা, ভুগছে কৃষক
আমন মৌসুম ঘিরে মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী ঘরানার এক দল ডিলার এ সংকট সৃষ্টির নেপথ্যে কাজ করছেন। অতিরিক্ত দামে সার কিনতে গিয়ে বিপদে পড়ছেন কৃষক।
এ পরিস্থিতিতে রাজনৈতিক বলয় ভাঙতে সরকার মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। ডিলারশিপ বাতিল এবং একটি নতুন নীতিমালা তৈরির কাজও করছে কৃষি মন্ত্রণালয়।
আরও পড়ুন
কালের কণ্ঠ
লাগামহীন খুন সন্ত্রাস চাঁদাবাজি
খুন, সন্ত্রাস, চাঁদাবাজির লাগাম টানা সম্ভব হচ্ছে না। দুর্বৃত্তরা প্রকাশ্যে রাস্তার ধারে বর্বরতা চালিয়ে জ্যান্ত মানুষকে হত্যা করতে দ্বিধা করছে না। ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছে। অনেকে ভয়ে মুখ ফুটে পুলিশের কাছেও অভিযোগ করতে পারছে না।
কারণ অভিযোগ করলেই প্রাণ হারাতে হতে পারে চাঁদাবাজচক্রের কাছে। বিভিন্ন স্থানে জিম্মি থাকা মানুষ তাই আতঙ্কের সঙ্গে বসবাস করছে। ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে মব সৃষ্টি করেও চাঁদাবাজি করা হচ্ছে। গত ২৭ জুলাই রাতে রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদার বাকি অংশ নিতে আসা তরুণরা পুলিশি ফাঁদে ধরা পড়েন।
দেশ রূপান্তর
সংগঠিত হওয়ার চেষ্টায় আ.লীগ, তৎপর পুলিশ
আগামী ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্ণ হচ্ছে। দিনটি সামনে রেখে নানা কর্মসূচি পালন করছে আওয়ামীবিরোধী রাজনৈতিক দলগুলো। অন্যদিকে আওয়ামী লীগও আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। মাঝেমধ্যে নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে। পলাতক নেতারা ভার্চুয়ালি বৈঠক করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য এসেছে, আগস্ট মাস ঘিরে বড় ধরনের চোরাগোপ্তা হামলা চালানোর চেষ্টা করবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গার্মেন্ট শ্রমিকদেরও দলটি ব্যবহার করতে পারে। একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের হাইকমান্ডের কাছে এ-সংক্রান্ত বিশেষ প্রতিবেদন পাঠিয়েছে।
কালের কণ্ঠ
পরীক্ষায় ৪৯% চিকুনগুনিয়া শনাক্ত
দেশে এডিস মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। ডেঙ্গুর পাশাপাশি শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়া। চলতি বছর গতকাল বুধবার পর্যন্ত চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে ২৫৩ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৪৯ শতাংশ।
আক্রান্ত রোগীর বেশির ভাগই ঢাকা মহানগরের বাসিন্দা।
প্রথম আলো
সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপির কাছ থেকে
সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের নাখালপাড়ার ভাড়া বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে চেক উদ্ধারের বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান। তবে এই চেক কোন প্রতিষ্ঠান দিয়েছে, তা তিনি জানাননি।
বণিক বার্তা
শিক্ষার মানে গুরুত্ব কম দিয়ে আওয়ামী সরকারের মতো ভবন নির্মাণে বড় প্রকল্প
গত দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় অংশই একাডেমিক কার্যক্রমের তুলনায় রাজনীতি, ব্যবসা-বাণিজ্য আর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পদপদবি দখলে বেশি ব্যস্ত ছিলেন। এতে গবেষণায় পিছিয়ে পড়ে বিশ্ববিদ্যালয়টি, অবনতি ঘটে ছাত্র-শিক্ষক সম্পর্কের, শিক্ষার মানও হয় নিম্নমুখী। এর প্রতিফলন দেখা গেছে আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিংয়ে। একসময় আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়ালেও এসব র্যাংকিংয়ে কখনই বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। চব্বিশের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে এ অবস্থার পরিবর্তন হবে—এমন আকাঙ্ক্ষার কথা উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।
সমকাল
রাউজানে দ্বন্দ্ব-খুনের পেছনে মাটির ব্যবসা, বালুমহাল দখল, চাঁদা
রাজনৈতিক আধিপত্য, মাটির ব্যবসা নিয়ন্ত্রণ, বালুমহাল দখল ও চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়ে গত ১১ মাসে চট্টগ্রামের রাউজানে খুন হয়েছেন ১৫ জন। এ সময়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে অর্ধশত। অপহরণ করা হয় অন্তত ১২ জনকে। এসব অপরাধে জড়িত ব্যক্তিরা আইনের আওতায় না আসায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে চট্টগ্রাম উত্তরের এ উপজেলা। অভিযোগ রয়েছে, রাউজানে এ অস্থিতিশীল পরিস্থিতির পেছনে রয়েছে বিএনপির দুই প্রভাবশালী নেতার আধিপত্যের দ্বন্দ্ব।
যুগান্তর
একশ খেলাপির পকেটে ৩ পদ্মা সেতুর টাকা
খেলাপি ঋণে জর্জরিত দেশের আর্থিক খাত রীতিমতো ‘ক্যানসারে’ রূপ নিয়েছে। চলতি বছরের মার্চ পর্যন্ত শীর্ষ একশ ঋণখেলাপির কাছে বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ১ লাখ ৮ হাজার ১৩২ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ২৬ শতাংশ। এর মধ্যে ৬২টি প্রতিষ্ঠান শতভাগ খেলাপি। এই ঋণের পুরোটাই আদায় অযোগ্য (কুঋণ)। এর বড় অংশই সরকারি ব্যাংকে। এই অর্থ দিয়ে তিনটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। খবর সংশ্লিষ্ট সূত্রের।
বণিক বার্তা
আশাবাদী বাংলাদেশ, ভবিষ্যতে ট্রাম্পের বিধিনিষেধের শঙ্কায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামীকাল ১ আগস্ট থেকে বাংলাদেশের পণ্য রফতানিতে ৩৫ শতাংশ পাল্টা শুল্কহার কার্যকর হবে। যদিও ওয়াশিংটনে পাল্টা শুল্ক নিয়ে চলমান তৃতীয় দফা আলোচনার প্রথম দিন শেষে প্রতিনিধিত্ব করা বাংলাদেশের সরকারি কর্তাব্যক্তিরা আলোচনায় শুল্কহার নিয়ে ‘ভালো কিছু’র আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পোশাক ক্রেতাপ্রতিষ্ঠান প্রতিনিধিরা ভবিষ্যতে বাংলাদেশ থেকে ক্রয় বৃদ্ধির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য বিধিনিষেধকে প্রতিবন্ধকতা বলে মনে করছেন। এক সমীক্ষা প্রতিবেদনে তাদের উদ্বেগের তথ্য উঠে এসেছে।
কালবেলা
তথ্য নিতে গেলে ২ সাংবাদিকের ওপর চড়াও, আটকের নির্দেশ ওসির
রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় তথ্য চাওয়ায় কালবেলাসহ দুই সাংবাদিকের ওপর চড়াও এবং আটকের নির্দেশ দিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে থানা চত্বরের গোলঘরে এ ঘটনা ঘটে। এ দুই সাংবাদিক হলেন কালবেলার রংপুর প্রতিনিধি রেজওয়ান রনি ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান।
ডয়চে ভেলে
অন্তর্বর্তী সরকারের চুক্তি স্বাক্ষরের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিরুদ্ধে সরব হয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টসহ (এনডিএ) আরো আরো কিছু চুক্তিরও সমালোচনা হচ্ছে।
সমালোচনা আছে চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি, যুক্তরাষ্ট্র থেকে গমও উড়োজাহাজ কেনার চুক্তি নিয়েও। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা জনগণের স্বার্থবিরোধী কিছু করছে না। এই ধরনের চুক্তি করার ম্যান্ডেট আছে বলেও দাবি সরকারসংশ্লিষ্টদের৷
