চট্টগ্রামে এবার ফুটপাতের স্ল্যাব উল্টে নারী আহত

চার বছর আগে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হয়েছিলেন সবজি ব্যবসায়ী সালেহ আহমদ। চার বছর পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। আজ আবার মুরাদপুরেই ফুটপাতের নালার স্ল্যাব উল্টে গিয়ে এক নারী আহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) মুরাদপুরে ডাচ বাংলা ব্যাংকের সামনের নালায় এই দুর্ঘটনা ঘটে। আহত নারী নগরীর আতুরার ডিপো এলাকার বাসিন্দা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা পৌনে দুুইটার সময় ওই নারী মুরাদপুর মোড়ের ডাচ বাংলা ব্যাংকের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় ফুটপাতের ওপর থাকা স্ল্যাব উল্টে পড়ে যান নালায়। এতে তিনি বেশ আহত হন।
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শী মো. সাজ্জাদ খান ঢাকা পোস্টকে বলেন, ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই নারী পড়ে যান। ভাগ্য ভালো যে ওই সময় নালায় বেশি পানি ছিল না। তাই বড় ধরনের বিপদ হয়নি। আমরা তাকে বাসায় পৌঁছে দিয়েছি।
গত মাসের ৯ তারিখে চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের এক শিশু নিহত হয়। এর আগে ১৮ এপ্রিল চকবাজার এলাকায় নালায় পড়ে সেহরিশ নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।
গত ছয় বছরে নগরে খাল-নালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫ জন, ২০২৩ সালে ৩ জন, ২০২৪ সালে ৩ জন এবং চলতি বছর ২ জন মারা যায়। এমন আরও ঘটনায় আহত হয়েছেন অন্তত দুইশ মানুষ।
আরএমএন/এআইএস/জেএস