সহস্রাধিক জুলাইযোদ্ধার স্থায়ী অক্ষমতা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা
সরকার পতনের আগের রাতে গোয়েন্দা সংস্থাগুলো ও বিভিন্ন মাধ্যম থেকে শেখ হাসিনার কাছে খবর পাঠানো হচ্ছিল, পরদিন ৫ আগস্ট লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকবে না, এমন ইঙ্গিতও ছিল গোয়েন্দা প্রতিবেদনগুলোতে। পুলিশসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসন্ন পরিস্থিতির কথা জানিয়েছিলেন।
টিবিএস
আগামী সরকারের মন্ত্রীদের জন্য নতুন গাড়ি কেনার উদ্যোগ, বাসা খোঁজা হচ্ছে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও ভবিষ্যৎ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা বা সমপর্যায়ের ব্যক্তিদের জন্য নতুন গাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এজন্য আগামী বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সমকাল
রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি রয়েছে
ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘কর্তৃত্ববাদী সরকার’ বিতাড়িত হলেও দলীয়করণের সেই ধারাবাহিকতা সব খাতে অব্যাহত রয়েছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, কয়েকটি দলের চাপে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতি তৈরির ঝুঁকি সৃষ্টি করবে। বিচার, নির্বাচন, রাষ্ট্র সংস্কারসহ নানা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার গত এক বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
যুগান্তর
হিংস্র ফ্যাসিবাদের পতন
ইতিহাস বদলে দেওয়া গণ-অভ্যুত্থান দিবস আজ। গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের এদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান হয়। এরপর ৮ আগস্ট দেশের দায়িত্ব নেয় প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ৫ আগস্টকে গণ-অভ্যুত্থান দিবস হিসাবে স্বীকৃতি দেয় সরকার। ইতোমধ্যে দিবসটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টা মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। রাজনৈতিক দলগুলোও এ দিবসে নানা কর্মসূচি ঘোষণা করেছে।
কালের কণ্ঠ
সহস্রাধিক জুলাইযোদ্ধার স্থায়ী অক্ষমতা
ফ্যাসিস্ট সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছর ৫ আগস্ট সকালে গাজীপুরের মাওনা এলাকায় পুলিশের ছোড়া গুলিতে আহত হন পোশাককর্মী মো. শামীম। গুলির আঘাতে তাঁর ঊরুর হাড় ভেঙে যায়। এরপর তিনি আর কখনো দাঁড়াতে পারেননি।
জুলাই গণ-অভ্যুত্থানে গুলির আঘাতে শামীমের মতো সহস্রাধিক আহত ব্যক্তির স্থায়ী অক্ষমতা বা শারীরিক প্রতিবন্ধিতা তৈরি হয়েছে।
সমকাল
মুক্তির আকাঙ্ক্ষা এখনও অটুট
হাজার প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটানো ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি আজ। নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েও ক্ষমতায় টিকতে না পেরে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বিজয় অর্জিত হয়। তবে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হলেও ছাত্র-জনতার মুক্তির আকাঙ্ক্ষা এখনও জাগ্রত। জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন দেশ গড়ার পথ এখনও অনেক বাকি।
দেশ আজ যখন অভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তি উদযাপন করবে, সে সময়ে শহীদ পরিবার খুঁজবে তাদের প্রিয় সন্তানকে। সরকারি গেজেট অনুযায়ী শহীদের সংখ্যা ৮৩৬ জন। জাতিসংঘের হিসাবে নিহত অন্তত এক হাজার ৪০০ জন। সরকারি হিসাবেই আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১১ হাজার আন্দোলনকারী।
প্রথম আলো
সত্য আড়াল করার চেষ্টা ছিল
সরকারের বিরুদ্ধে রাজপথে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে—এ সত্য আড়াল করার চেষ্টা ছিল পুলিশের বিশেষ শাখার (এসবি) বেশির ভাগ গোয়েন্দা প্রতিবেদনে। এর পরিবর্তে ছাত্র-জনতাকে ‘স্বাধীনতাবিরোধী গোষ্ঠী’ এবং আন্দোলনকে ‘বিদেশি ষড়যন্ত্র’ হিসেবে দেখানোর চেষ্টা ছিল।
গোয়েন্দা প্রতিবেদনগুলোর ভাষায় ‘উসকানি’, ‘দুষ্কৃতকারী’ ও ‘বিরোধী চক্রান্ত’—এ ধরনের শব্দ বেশি ব্যবহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার যেসব যুক্তি দিত এবং যে ভাষায় কথা বলত, তার প্রতিফলন দেখা গেছে গোয়েন্দা প্রতিবেদনগুলোতে।
কালের কণ্ঠ
ভোট ১২ ফেব্রুয়ারি!
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন। এদিন তিনি বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্রও পাঠ করবেন।
সমকাল
কৃষি মন্ত্রণালয়ের ৪০০ একর জমি বেদখল
ঢাকার সাভারের সোবহানবাগ হর্টিকালচার সেন্টারে কৃষি মন্ত্রণালয়ের মালিকানাধীন ১৩ দশমিক ২১ একর জমির বড় একটি অংশ সরকারের নিয়ন্ত্রণে নেই। এর মধ্যে ৭ দশমিক ৪৯ একর জমি নিয়ে চলছে একাধিক মামলা, আর বাকি ২ দশমিক ৬৫ একরে গড়ে উঠেছে ঘরবাড়ি, দোকানপাটসহ স্থায়ী স্থাপনা। আশপাশের জমির বাজারদর অনুযায়ী, এখানে প্রতি শতক জমির মূল্য ৩০ লাখ টাকা ধরা হলে শুধু এই একটি সেন্টারের বাজারমূল্য দাঁড়ায় অন্তত ২২৫ কোটি টাকা।
প্রথম আলো
যাত্রাবাড়ী হত্যাযজ্ঞের নির্মম চিত্র
৫ আগস্ট ২০২৪। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর খবরে যাত্রাবাড়ী মোড় থেকে কিছুটা দূরে বিজয়োল্লাস করছিলেন দুই ভাই—মাদ্রাসাশিক্ষার্থী দ্বীন ইসলাম ও সামিউল ব্যাপারী। দুই সন্তানের সে উচ্ছ্বাস দেখছিলেন বাবা শাহ আলম ব্যাপারী। একসঙ্গেই ছিলেন তাঁরা। কিন্তু বিপুল মানুষের উচ্ছ্বাসের তোড়ে বিচ্ছিন্ন হয়ে যান বাবা আর দুই ছেলে।
যুগান্তর
শেখ হাসিনার নির্দেশ ছিল ‘নো রিলিজ নো ট্রিটমেন্ট’
জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্বিতীয় সাক্ষী হিসাবে জবানবন্দি দেন ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। আন্দোলনের সময় তিনি রাজধানীতে পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসা নিতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল, সেই বর্ণনা সোমবার তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাক্ষ্যে ইমরান বলেছেন, তিনি হাসপাতালে থাকার সময় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেখতে যান। কথাবার্তা বলে আন্দোলনকারী বুঝতে পেরে তিনি হাসপাতালের কর্মীদের ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ নির্দেশ দিয়ে যান। স্বাভাবিক হাঁটার ক্ষমতা হারানোয় হুইলচেয়ারে করে এসে ট্রাইব্যুনালের সামনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এদিন তৃতীয় সাক্ষী হিসাবে পুলিশের গুলিতে চোখ হারানো গৃহকর্মী পারভীন (২৭) সাক্ষ্য দেন। তিনি জবানবন্দিতে বলেন, ‘শেখ হাসিনার কারণে আমার চোখ হারিয়েছি। সবকিছুর জন্য শেখ হাসিনা দায়ী।’ তিনি যাত্রাবাড়ী এলাকায় আহত হন।
বিবিসি
কারফিউ, পথে পথে কাঁটাতারের বেড়া, ৫ই অগাস্ট ঢাকার সকাল কেমন ছিল?
একদিকে সরকার ঘোষিত কারফিউ, অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে 'মার্চ টু ঢাকা' কর্মসূচি। এমন এক পরিস্থিতিতে ২০২৪ সালের পাঁচই অগাস্টের সকাল থেকেই একেবারে থমথমে অবস্থা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়।
সেদিন সকাল থেকেই ক্ষণে ক্ষণে বদলেছে রাজধানী ঢাকার পরিস্থিতি। কোথাও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান, কোথাও কারফিউ আর বাঁধা ডিঙিয়ে ছাত্র জনতার এগিয়ে যাওয়া।
টিবিএস
বন ধ্বংস করে গড়ে উঠছে কারখানা, মিরসরাইয়ের আশঙ্কাজনক বাস্তবতা
চট্টগ্রামের ২২,৩৩৫ একর সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, যা এখন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) নামে পরিচিত, এর জন্য এপর্যন্ত ৫.৫ কোটিরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে ৮৫৩ একর উপকূলীয় ম্যানগ্রোভ বন ধ্বংস করা হয়েছে।
এই শিল্পাঞ্চলে ১৫৫টি কোম্পানি থেকে ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেলেও, এর পরিবেশগত ক্ষতি বিপুল। প্রাকৃতিক আবাসস্থল হারানোর ফলে প্রায় পাঁচ হাজার চিত্রা হরিণ, অসংখ্য উভচর, সরীসৃপ এবং ১০০টিরও বেশি প্রজাতির পাখি হয় প্রাকৃতিক আবাস্থল ছেড়ে গেছে অথবা মারা পড়েছে। বন বিভাগ কর্তৃক ১৯৬৭ সাল থেকে গড়ে তোলা এই সবুজ বেষ্টনী একসময় গেওয়া, কেওড়া, ঝাউ, বাইন এবং গরান গাছে পরিপূর্ণ ছিল। কিন্তু এখন তা কারখানা, ধুলাবালি এবং ভেঙে পড়া বাস্তুতন্ত্রের এক ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।
আজকের পত্রিকা
লুট হওয়া ১,৩৬৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি এক বছরেও
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ অস্ত্র ও আড়াই লাখের মতো গোলাবারুদ এক বছরেও উদ্ধার হয়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুন, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি নেই মানুষের মনে।
পুলিশের লুণ্ঠিত সব অস্ত্র-গুলি উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঝুঁকি দেখছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির স্বার্থে দ্রুত এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের তাগিদ দিয়েছেন।
