২৫ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলার আসামি মো. জসিম উদ্দিন পলাতক ছিলেন দীর্ঘ ২৫ বছর। অবশেষে ধরে পড়েছেন র্যাবের হাতে।
মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
মো. জসিম উদ্দিন রাঙ্গুনিয়ার ডেমীরছাড় এলাকার জেবর মুল্লুকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার ২০০০ সালের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিন রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায় অবস্থান করার খবর পাই। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএমএন/জেডএস