সাভার ও মুন্সীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার ও মুন্সীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে সাভারের নিমেরটেক, হেমায়েতপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়।
এ সময় মারসুস ডব্লিউ কর্পোরেশন নামক একটি ওয়াশিং কারখানায় মিটারবিহীন অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি, হেমায়েতপুর এলাকায় ৫০টি আবাসিক বাড়িতে অবৈধভাবে স্থাপিত গ্যাস বার্নার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ০.৩ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন ও ৫০০ ফুট সার্ভিস লাইন অপসারণ করা হয়।
আরও পড়ুন
অন্যদিকে মুন্সীগঞ্জের মেঘনাঘাটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি অবৈধ চুন কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় মোট ৮টি ভাট্টি বিশিষ্ট তিনটি চুন কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পর স্থাপনাগুলো এক্সক্যাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়।এতে দৈনিক প্রায় ১৬ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হবে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজা টাকা। কারখানার মালিকদের বিরুদ্ধে ইতোমধ্যেই গজারিয়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
ওএফএ/এআইএস