মাধ্যমিক শিক্ষার মানে অবনমন ঘটছে ১০ বছর ধরে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
নারী আসন নিয়ে ঐকমত্য কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে
নারীর প্রতি অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের আচরণ পশ্চাৎগামী। জুলাই ঘোষণাপত্র থেকে সচেতনভাবে নারী শব্দটিকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় নারীর মনোনয়ন নিয়ে ‘মাছের বাজারের’ মতো দর-কষাকষি করেছে রাজনৈতিক দলগুলো। কমিশন ও দলগুলোর এই রক্ষণশীল অবস্থানের জন্য ভবিষ্যতে তাদের খেসারত দিতে হবে, জবাবদিহি করতে হবে।
বণিক বার্তা
মাধ্যমিক শিক্ষার মানে অবনমন ঘটছে ১০ বছর ধরে
টাইমস হায়ার এডুকেশন, কিউএস র্যাংকিংয়ের মতো বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক পরিসরে কোন অবস্থানে আছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রতি বছর তথ্য হালনাগাদ হওয়ায় আন্তর্জাতিক মানদণ্ডে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান, পরিস্থিতি ও শিক্ষার মানের উন্নয়ন বা অবনমনের চিত্র সহজেই উঠে আসে। তবে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত এমন কোনো আন্তর্জাতিক র্যাংকিংয়ের সঙ্গে বাংলাদেশ সংযুক্ত নয়। ফলে বাংলাদেশের মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডে কেমন তা নিয়মিত জানার বা তুলনা করার সুযোগ নেই। সর্বশেষ আন্তর্জাতিক মানদণ্ডের বিপরীতে বাংলাদেশের মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মানের একটি চিত্র উঠে এসেছিল বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সের প্রতিবেদনে। এ ইনডেক্স অনুযায়ী বাংলাদেশের একজন শিক্ষার্থী ১০ বছর ২ মাস শিক্ষাজীবন শেষে অর্থাৎ একাদশ শ্রেণীতে যা শিখছে তা আন্তর্জাতিক মান অনুযায়ী ছয় বছরের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর দক্ষতার সমান। এ ইনডেক্সে বাংলাদেশের সর্বশেষ ২০২০ সালের তথ্য রয়েছে।
কালের কণ্ঠ
আগের সব কর্মকর্তা বাদ দেওয়া কঠিন
আওয়ামী লীগ আমলে তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের সবাইকে এবারের নির্বাচনে বাদ দেওয়া সম্ভব হবে না বলেই নির্বাচন কর্মকর্তারা মনে করছেন। বিশেষ করে পেলিং অফিসারদের সবাইকে বাদ দেওয়ার বিষয়টি অসম্ভব। তাঁরা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের সংখ্যা ছিল প্রায় সাড়ে চার লাখ। দশম ও দ্বাদশ মিলিয়ে এই সংখ্যা পাঁচ লাখের ওপরে হতে পারে।
যুগান্তর
সক্রিয় ৯৭২ ছিনতাইকারী
৩০ জুন সন্ধ্যায় রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন জেলখানাসংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল মোরশেদ আলম তানিম (১৮)। সেখানে দুই ছিনতাইকারী পেছন থেকে এসে তাকে ধরে ধারালো অস্ত্র দেখিয়ে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তানিম বাধা দিলে তার পেটে চাকু মারে ছিনতাইকারীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই ভোরে মারা যান তিনি। এছাড়া ১৭ জুলাই রাত সোয়া ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর নিউ মডেল বহুমুখী হাইস্কুলের বিপরীত পাশে চাপাতি দেখিয়ে ছিনতাই করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। পরে মূল সড়কে এসে ট্রাফিক পুলিশের পাশ দিয়েই চলে যাচ্ছে ওই ছিনতাইকারী।
আরও পড়ুন
কালের কণ্ঠ
সঞ্চয় কমায় ঋণ পায়নি সরকার
দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপে মানুষের সঞ্চয় করার সামর্থ্য কমে গেছে। সুদহার নিয়ে ধূম্রজাল ও নিয়ম প্রক্রিয়ায় জটিলতার কারণে সঞ্চয়পত্রেও আগের মতো আগ্রহ নেই। এর চেয়ে ব্যাংক ও সরকারি বিল-বন্ডে উচ্চ সুদের হার বিদ্যমান। সক্ষমতা কমাসহ এসব বিষয় বিবেচনায় সঞ্চয়পত্রে বিনিয়োগে সীমিত আগ্রহী থাকায় বিক্রি কমেছে।
যুগান্তর
জিবিএক্স লজিস্টিক্সের হাতে জাদুরকাঠি!
টানা ১০ বছর ধরে আয়কর রিটার্ন জমা না দিয়েও সব ধরনের রাষ্ট্রীয় সেবা ভোগ করছে দেশের একটি বড় কোম্পানি। এক্ষেত্রে তাদের মূল ভরসা ভুয়া আয়কর রিটার্ন সার্টিফিকেট। ভয়াবহ এই জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে কোম্পানিটি রাষ্ট্রের শত শত কোটি টাকার আয়কর ফাঁকি দিচ্ছে। দেশের শিপিং ও লজিস্টিক খাতের পরিচিত এই কোম্পানির নাম ‘মেসার্স জিবিএক্স লজিস্টিক্স লি.’। পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে অজানা ‘জাদুরকাঠি’র বলে দীর্ঘদিন ধরে এই কারবার চালিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এদের বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগও আছে। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে তাদের এই জালিয়াতি ও কর ফাঁকির বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) নজরে এসেছে। ফলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদ ইউসুফ ওয়ালিদ ও তার স্ত্রী (ব্যবস্থাপনা পরিচালক) মেরিনা আহমেদের বিভিন্ন ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। যুগান্তরের হাতে আসা নথিপত্র থেকে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে।
প্রথম আলো
চট্টগ্রাম বন্দরে ব্রাজিলফেরত কনটেইনারে তেজস্ক্রিয়তা
ব্রাজিল থেকে চার বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসা এক কনটেইনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণের ব্যবস্থা ‘মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে’ এটি শনাক্ত হয়। এরপরই কনটেইনারটির খালাস স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
তেজস্ক্রিয়তা পাওয়া কনটেইনারটিতে রয়েছে স্ক্র্যাপ বা পুরোনো লোহার টুকরা। তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্রে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় কনটেইনারের অভ্যন্তরে তিনটি রেডিওনিউক্লাইড আইসোটোপের সন্ধান পাওয়া গেছে। এই তিনটি হলো থোরিয়াম ২৩২, রেডিয়াম ২২৬ ও ইরিডিয়াম ১৯২।
সমকাল
৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে
ওষুধ প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উৎপাদন করা ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। প্রকারভেদে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্য কমানো হয়েছে। এই তালিকায় অতিপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এবং নিউমোনিয়া, সর্দি-জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানির ওষুধ ও ভিটামিন রয়েছে। আগামী সপ্তাহে আরও পাঁচটি ওষুধের দাম কমানো হতে পারে।
প্রথম আলো
শৃঙ্খলাভঙ্গ, নৈতিক স্খলনসহ বিভিন্ন ঘটনায় ছয় মাসে এনসিপির কেন্দ্রীয় ১০ নেতাকে ‘শোকজ’
শৃঙ্খলাভঙ্গ, নৈতিক স্খলন, বিতর্কে জড়ানোসহ বিভিন্ন ঘটনায় ১০ জন কেন্দ্রীয় নেতাকে গত ছয় মাসে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ১০ নেতার মধ্যে পাঁচজনই দলটির অন্যতম নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।
বণিক বার্তা
শীর্ষ থেকে পাঁচে নেমেছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ফিরেছে শীর্ষস্থানে
তথ্যগত ভুল সংশোধনের পর আবারো দেশের রেমিট্যান্স আহরণের শীর্ষস্থানে উঠে এসেছে সৌদি আরব। আর গত কয়েক বছর শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রের নাম নেমে গেছে পঞ্চম স্থানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, চলতি বছরের এপ্রিলের পর টানা তিন মাস কমেছে যুক্তরাষ্ট্র থেকে আসা প্রবাসী আয়। বিপরীতে বেড়েছে সৌদি আরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রেমিট্যান্স প্রবাহ।
আজকের পত্রিকা
ঢাকার সড়কে ১১% যাত্রী বহন করেও ব্যক্তিগত গাড়ির দখলে ৭৫% জায়গা
রাজধানী ঢাকার সড়কগুলোর ৭৫ শতাংশ জায়গাই দখল করে রাখে ব্যক্তিগত। অথচ এই পরিমাণ গাড়ি মোট যাত্রীর ১১ শতাংশ বহন করে মাত্র। আজ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সড়ক পরিবহন ব্যবস্থাপনা সংস্কারে রোড সেফটি ফাউন্ডেশনের রূপরেখা: সরকারের কাছে প্রত্যাশা’—শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
কালবেলা
অব্যবস্থাপনায় ‘আটকে’ যাচ্ছে বিমানের ডানা
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ব্যবস্থাপনা পরিচালক থেকে শুরু করে নানা পদে নতুন মুখ এসেছে। তবে এক বছরেও প্রতিষ্ঠানটিতে অব্যবস্থাপনা দূর করা যায়নি। উল্টো উড়োজাহাজে একের পর এক ত্রুটি, ফ্লাইট শিডিউল বিপর্যয়, রুট বন্ধ করে দেওয়া এবং অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে শুরু করে নানা অব্যবস্থাপনা জেঁকে বসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে। এতে আর্থিক ক্ষতির সঙ্গে যাত্রী হারানোর শঙ্কা তৈরি হয়েছে। বিমান সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য মিলেছে।
টিবিএস
৬ মাস ধরে দেশে রেডিওআয়োডিনের সংকট, বিপাকে থাইরয়েড ক্যান্সারের রোগীরা
মুন্সিগঞ্জের লোহাগড়ার সুপারশপকর্মী আমিনুর রহমান (৪৫) সাড়ে তিন মাস আগে থাইরয়েড ক্যান্সারের অস্ত্রোপচার করিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সার্জারির ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে তার রেডিওআয়োডিন থেরাপি নেওয়ার কথা ছিল।
তবে গত সাড়ে তিন মাস ধরে মাসে দুই-তিনবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (এনআইএনএমএএস)-এ যোগাযোগ করেও তিনি থেরাপি পাওয়ার কোনো আশ্বাস পাননি। এতে ক্যান্সার ফিরে আসার আতঙ্কে রয়েছেন তিনি।
