হোয়াটসঅ্যাপে ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী জাহাঙ্গীর ইটভাটা ও আবাসন নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত। ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তবে ভুক্তভোগী ব্যবসায়ী তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে আজ (বুধবার) তার বাড়িতে দুটি মোটরসাইকেল করে ৬ জন যায়। এর মধ্যে চারজন সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দোতলা বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পরবর্তীতে তারা দ্রুত সটকে পড়ে।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, বাড়ির বাসিন্দারা চট্টগ্রাম নগরের বাসায় থাকেন। বুধবার ঘটনার সময়ও বাড়িতে কেউ ছিলেন না। এ কারণে হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, সিসিটিভিতে সংরক্ষিত ফুটেজে মুখোশ পরিহিত অবস্থায় চারজনকে গুলি করতে দেখা গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী ঘটনার আগে চাঁদা দাবির বিষয়টি পুলিশকে অবহিত করেননি। এখন তিনি জানিয়েছেন ১৫ দিন আগে হোয়াটসঅ্যাপে তার কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছিল। তার ধারণা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে মামলা করতে বলা হয়েছে। মামলার পর ঘটনাটি নিয়ে আমরা তদন্ত করে দেখব।
এমআর/এআইএস