চট্টগ্রামে বসতঘরে আগুন : দাদির পর চলে গেল নাতনি শশী

চট্টগ্রামের মোহরা এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন শশী ঘোষ । এর আগে ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন তার দাদি গীতা রানি ঘোষ (৭০)।
বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শশীর মৃত্যু হয় বলে জানান তার চাচা রাজীব ঘোষ। চিকিৎসকেরা জানান, শশীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
পারিবারিক সূত্র জানায়, আজ রাতেই শশীর মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামের চান্দগাঁওয়ের মোহরা মল্লারবাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। দাদির পাশেই তাকে দাহ করা হবে।
২৬ আগস্ট গভীর রাতে মোহরার মোল্লারবাড়ি এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ওই ঘটনায় আরও তিনজন আহত হন।
আরএমএন/এআইএস