গুলশানের এই পার্কে যেতে পারেন কেবল ক্লাবের সদস্যরা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
রাজনীতিতে উত্তাপ, আজ যমুনায় জরুরি বৈঠক
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সমকাল
ফলাফলে শিক্ষকের বৈষম্যের শিকার ৬০% শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে শিক্ষকের দ্বারা বৈষম্যের শিকার হন ৬০ শতাংশ শিক্ষার্থী। চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত তিন মাস দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে ফলাফলে বৈষম্যের পাশাপাশি শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন ৫৫ শতাংশ শিক্ষার্থী।
সহপাঠী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্মচারীদের দ্বারাও শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হন বলে জরিপে উঠে এসেছে। শিক্ষার্থীরা প্রধানত লিঙ্গভিত্তিক, ধর্মীয়, শারীরিক ও জাতিগত বৈষম্যের শিকার হন বলে জরিপে দেখা গেছে। সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ৪২ শতাংশ তরুণ-তরুণী বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের মধ্যে ছাত্রী ৫১ ও ছাত্র ৪৯ শতাংশ।
কালের কণ্ঠ
ওষুধে কমিশন বাণিজ্যের দুঃসহ বোঝা রোগীর ঘাড়ে
‘আমি আমার স্বামীকে বাঁচাতে চাই, কিন্তু ওষুধ কেনার টাকা নাই!’
এই মর্মন্তুদ কথা রাজশাহীর একজন গৃহিণীর, যাঁর নাম সুমি আক্তার। ক্যান্সারে আক্রান্ত স্বামীকে (৫৫) চিকিৎসার জন্য প্রতি মাসে ঢাকায় নিতে হয়। এতে চিকিৎসা ও ওষুধ মিলিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাগে। এই ব্যয়বহুল চিকিৎসায় এই পরিবার এখন নিঃস্ব হওয়ার পথে।
প্রথম আলো
জ্বালানি তেল ‘চুরি’ করতে যমুনা অয়েলে অভিনব জালিয়াতি
তেল ‘চুরি’ করতে অভিনব জালিয়াতির একটি ঘটনা ঘটেছে সরকারি মালিকানাধীন জ্বালানি তেল বিপণনের প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে।
এ ক্ষেত্রে জ্বালানি তেল পরিবহনে একটি ট্যাংকলরির তেল ধারণের প্রকৃত সক্ষমতা গোপন করে চুক্তি করা হয়। লরিটি সাড়ে ১৩ হাজার লিটারের; কিন্তু চুক্তিতে দেখানো হয় ৯ হাজার লিটারের।
আরও পড়ুন
কালের কণ্ঠ
রাজনীতিতে উত্তাপ, শঙ্কা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একধরনের উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে গণঅধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির সংঘর্ষ, নুরুল হক নুরের ওপর নৃশংস হামলা দেশের রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে। দেশের নানা এলাকায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, ‘সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সব ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।
প্রথম আলো
জাকসু: মূল প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ প্যানেল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে পাঁচটি প্যানেলের মধ্যে। তবে কোনো প্যানেলই এককভাবে সব পদে জয়ী হতে পারবে না বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, এবারের জাকসু নির্বাচনে দল বা প্যানেল হিসেবে নয়; বরং প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি বেশি মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর বিগত দিনের কর্মকাণ্ড ও জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে থেকে ভূমিকা পালনের বিষয় ভোটারদের ওপর বেশি প্রভাব ফেলবে।
যুগান্তর
ঝুলে যাচ্ছে জুলাই জাতীয় সনদ!
ঝুলে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’! সনদের দুটি বিষয় নিয়ে জটিলতা আছে। প্রথমত, নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি। দ্বিতীয়ত, নোট অব ডিসেন্ট (আপত্তি) দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন। অমীমাংসিত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমেনি। কোনো দল ছাড় দেবে সে ইঙ্গিত মেলেনি। রাজনৈতিক দলগুলো সমন্বিত খসড়ার ওপর যে মতামত দিয়েছে, সেখানে প্রত্যাশার প্রতিফলন নেই। ঐকমত্যে না এসে রাজপথের হুমকি দিচ্ছে দলগুলো। এক্ষেত্রে নিজেদের পক্ষ ভারী করতে অন্যদের সঙ্গে যোগাযোগ করছে। ফলে জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে নির্ধারিত সময়, ১৫ সেপ্টেম্বরের মধ্যে জুলাই সনদ ঘোষণা কঠিন হয়ে যাচ্ছে। সর্বশেষ দলগুলোর দূরত্ব কমাতে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বণিক বার্তা
শুধু সড়ক সেতু অবকাঠামো তৈরি উন্নয়ন না স্বাস্থ্য খাতেও বিনিয়োগ বাড়াতে হবে
দেশের সব উন্নয়ন তখনই সার্থক হবে, যখন নাগরিকরা সুস্থ থাকবে। সুউচ্চ ভবন, বড় বড় সড়ক-সেতু, বিদ্যুৎ কেন্দ্র, ইট-পাথর, লোহালক্কড়নির্ভর উন্নয়ন অর্থহীন হয়ে দাঁড়াবে যদি মানুষ সুস্থ না থাকে। উঁচু ভবন, পাকা সড়ক, সেতু, মেগা অবকাঠামো নির্মাণে যেমন বিনিয়োগ দরকার, ঠিক একইভাবে বিনিয়োগ করতে হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে। গতকাল বণিক বার্তা আয়োজিত প্রথম ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ ২০২৫’-এ এসব কথা বলেন বক্তারা। দেশের টেকসই উন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। ‘উন্নত স্বাস্থ্যসেবা সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম আলো
গুলশানের এই পার্কে যেতে পারেন কেবল ক্লাবের সদস্যরা
সবুজে ঘেরা পার্কটির উন্মুক্ত স্থান নষ্ট করে কৃত্রিম মাঠ (আর্টিফিশিয়াল টার্ফ) বানানো হয়েছে। সেই স্থান সাধারণ মানুষের ব্যবহারের সুযোগ নেই। ক্রিকেট মাঠটিও ব্যবহারের সুযোগ পান না স্থানীয় বাসিন্দারা। মাঠে খেলাধুলা ও অনুশীলন করেন শুধু মাঠ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ক্লাব একাডেমির খেলোয়াড়েরা। টার্ফ ও ক্রিকেট মাঠ দুটি ভাড়া দেওয়া হয়।
সাধারণ মানুষ ব্যবহার করতে পারেন না—এমন পার্কটি রাজধানীর গুলশানে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক।
কালের কণ্ঠ
পূর্বাচলে হচ্ছে ৪ নতুন থানা
পূর্বাচলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত নিরাপত্তা জোন গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে সরকার। বিশাল এই এলাকা ঘিরে চারটি নতুন থানা ও বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এরই মধ্যে একটি প্রস্তাব ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবে শুধু থানা নয়, ওই এলাকায় অবৈধ বিক্ষোভ-সমাবেশ প্রতিরোধে আলাদা দাঙ্গা দমন বিভাগও গঠন করা হবে।
সমকাল
প্রচারণায় এক ওষুধ কোম্পানির বছরে খরচ শত কোটি টাকা: সায়েদুর রহমান
বছরে একটি ওষুধ কোম্পানি কেবল প্রচারণার পেছনেই খরচ করে ১০০ কোটি টাকা। শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ–২০২৫’ এ এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. মো. সায়েদুর রহমান।
তিনি বলেন, কোম্পানিগুলোর অডিট রিপোর্ট আমরা দেখেছি। কারও কারও বিজ্ঞাপন খাতে ১০০ কোটি টাকা ব্যয়ের তথ্য রয়েছে। পাঁচতারকা হোটেলের একটি সেমিনারেই কোটি টাকার বেশি খরচ হয়। গালা নাইটে তিন কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়। একসঙ্গে ৪০ জন করে বিদেশ সফরে যান এসব আমাদের কাছে নথিভুক্ত রয়েছে।
আজকের পত্রিকা
জাপার হঠাৎ সক্রিয়তায় উত্তাপ
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) নড়াচড়ায় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। দলটি নিষিদ্ধ করার দাবি উঠেছে আবারও। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এর মূলে রয়েছে সুবিধার জন্য বারবার ভোল পাল্টানো জাপাকে ঘিরে তৈরি হওয়া সন্দেহ। সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনৈক্যের সময় জাপার এই সক্রিয়তা কয়েকটি দল সন্দেহের চোখে দেখছে। দলগুলো মনে করছে, বর্তমান প্রেক্ষাপটে জাপার হঠাৎ সক্রিয়তা স্বতঃস্ফূর্ত রাজনৈতিক তৎপরতা না হয়ে কোনো কৌশলগত সমঝোতার ফলও হতে পারে। নির্বাচন সামনে রেখে অতীতের মতো এবারও জাপাকে সামনে রেখে কলকাঠি নাড়া হচ্ছে।
