শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ডিএনসিসি

শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার (৩১ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছেন।
এরই অংশ হিসবে রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর ওয়ার্ড-০৪ এলাকার মিরপুর-১৪ থেকে বিআরটিএ মিরপুর-১৩ প্রধান রাস্তার সব অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে।
কার্যক্রমে অংশ নেওয়া পরিচ্ছন্নতা কর্মী সাজেদুল হক বলেন, ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।
এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ অবৈধ ব্যানার পোস্টার অপসারণের বিষয়ে বলেছেন, সৌন্দর্য নষ্ট করে শহরে পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে। তবে দোয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে।
এএসএস/জেডএস