সিএনজিতে ঘুরে ঘুরে ছিনতাই করত তারা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার একে খান মোড়ে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ জুন) তাদের গ্রেফতার করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম।
গ্রেফতাররা হলেন- মো. খোকন ওরফে শাহীন (৩৮) ও মো. নাহিদ হোসেন (২৪)। তারা সিএনজিতে ঘুরে ঘুরে ছিনতাই করত।
পুলিশ জানিয়েছে, রোববার (১৩ জুন) সকালে খতিজা আক্তার প্রিয়া নামে এক গার্মেন্টসকর্মী কাজে যাওয়ার জন্য রিকশাযোগে রওনা দেন। একে খান মোড় থেকে নুরুলহক সরকারি প্রাইমারি স্কুলের সামনে দিয়ে যাওয়ার পথে খাতিজার কাছ থেকে মোবাইল ও নগদ টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় সিএনজিতে থাকা ছিনতাইকারীরা।

পরে পুলিশ খবর পেয়ে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এরপর ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিটি শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে ও সিএনজিটি জব্দ করে পুলিশ। এছাড়া ছিনতাই করা মোবাইল ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।
ওসি বলেন, গ্রেফতার দুজন সিএনজিযোগে নগরীর বিভিন্ন থানা এলাকায় আরও কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে।
কেএম/এসএসএইচ