উচ্চসুদে পৌনে দুই বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ডাকসুতে ৫৪ বছরে নির্বাচন ৭ বার, এখন সামনে কয়েকটি প্রশ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৪ বছর আগে, ১৯২১ সালে। আর বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের প্রথম ভোট হয় ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে। সেই থেকে ১০০ বছরে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র ৩৭ বার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৫৪ বছরে নির্বাচন হয়েছে সবচেয়ে কম, মাত্র সাতবার।
দেশ রূপান্তর
সাড়ে ১৪ কোটির অবৈধ সম্পদ পুলিশ দম্পতির
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক ও তার স্ত্রীর নামে সাড়ে ১৪ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি অনুসন্ধানের অংশ হিসেবে তাদের সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিস দিয়েছে। গতকাল রবিবার দুপুরে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
কালের কণ্ঠ
গতিহীন ১৩ মেগাপ্রকল্প
২০২০ সালে দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে হাতে নেওয়া হয় ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার প্রকল্প, যা কারিগরি শিক্ষা খাতের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প। ব্যয় ধরা হয়েছিল ২০ হাজার ৫২৫ কোটি টাকা। লক্ষ্য ছিল প্রতিবছর তিন লাখ ৬০ হাজার গ্রামীণ শিক্ষার্থীকে ভোকেশনাল শিক্ষার আওতায় আনা, দক্ষ জনশক্তি তৈরি করা এবং শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি করা। তবে পাঁচ বছরে বাস্তবায়নের প্রকল্পটির শেষ দেখা যাচ্ছে প্রকল্পের সামনের পথ শুধুই ধু ধু মরুভূমি।
বণিক বার্তা
বিনিয়োগের জন্য নির্বাচনের দিকে তাকিয়ে স্থানীয় উদ্যোক্তারা
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। চাঁদাবাজির ঘটনা ঘটছে অহরহ। পাশাপাশি রয়েছে প্রশাসনিক জটিলতা। এমন পরিস্থিতিতে বড় ধরনের বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন না স্থানীয় উদ্যোক্তারা। তারা বলছেন, সবকিছুর কোনো টেকসই সমাধান হবে এমন উচ্চাশা না থাকলেও বিনিয়োগের জন্য তারা নির্বাচনের দিকেই তাকিয়ে আছেন। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন হতে এখনো প্রায় ছয় মাস বাকি। এ সময়ের মধ্যে দেশে বিনিয়োগ স্থবিরতা কাটার কোনো আশা দেখছেন না সংশ্লিষ্টরা।
কালের কণ্ঠ
বিএনপি ও আ. লীগ নেতাসহ ছয় জেলায় ৯ জনকে হত্যা
নেত্রকোনায় বিএনপি নেতা, যশোরে আওয়ামী লীগ নেতা, রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে এক তরুণসহ ছয় জেলায় ৯ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে তিন শ্রমিকের লাশ, নরসিংদীর মনোহরদীতে আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া নেত্রকোনার দুর্গাপুরে গাছে ঝুলন্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রথম আলো
ঢাকা উত্তর–দক্ষিণের টানাটানিতে মর্গে জমছে বেওয়ারিশ লাশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, জুরাইন কবরস্থানে মাসে মোট বেওয়ারিশ লাশের এক-তৃতীয়াংশের দাফন হবে। আর উত্তর সিটি করপোরেশন বলছে, উত্তরের শতভাগ লাশ রায়েরবাজার কবরস্থানে দাফন হলেও দক্ষিণের কোনো লাশ এখানে দাফন করা যাবে না। এ টানাটানিতে হাসপাতালের মর্গগুলোতে লাশ জমে যাচ্ছে।
বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্বপ্রাপ্ত একমাত্র বেসরকারি সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম দুই সিটি করপোরেশনে চিঠি চালাচালি করে এ সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন
বণিক বার্তা
নানা দাবিতে আবারো অস্থিরতা পাবলিক বিশ্ববিদ্যালয়ে
বিভিন্ন ঘটনা ও শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবারো আন্দোলন-সংঘর্ষের ঘটনা ঘটছে। গত রাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ভাড়া বাসার দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে গতকাল শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাস্তাধস্তির ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন দাবিদাওয়াকে কেন্দ্র করে গতকাল আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন দেশের অন্তত ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সমকাল
পণ্য নিলেই গুনতে হবে ৫০ শতাংশ বাড়তি অর্থ
চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বেসরকারি ১৯টি কনটেইনার ডিপো। এসব বেসরকারি কনটেইনার ডিপোতে (আইসিডি) এতদিন ২০ ফুট এককের একটি রপ্তানি কনটেইনারে প্যাকেজ চার্জ ছিল ছয় হাজার ১২৭ টাকা। এখন এটি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯০০ টাকা। ৪০ ফুট দীর্ঘ কনটেইনারের জন্য আগে চার্জ ছিল আট হাজার ২৫০ টাকা। এখন সেটির জন্য গুনতে হবে ১৩ হাজার ২০০ টাকা। শুধু রপ্তানি কনটেইনার নয়; খালি কনটেইনার খালাস ও পরিবহনেও একই রকমভাবে চার্জ একযোগে বাড়িয়েছে ১৯টি আইসিডি। গড়ে যার পরিমাণ প্রায় ৫০ শতাংশ।
দেশ রূপান্তর
দেশে ভোটার এখন ১২ কোটি ৬৩ লাখ
সম্পূরক ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ ও নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
প্রথম আলো
হারুণ–বিপ্লবসহ এখনো ৮১ পুলিশ পলাতক
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে আছেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গণ-অভ্যুত্থানের পর সারা দেশে ১৩৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্য থেকে এখন পর্যন্ত ৫৬ জন কর্মস্থলে ফিরে এসেছেন।
যুগান্তর
উচ্চসুদে পৌনে দুই বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার
ব্যাংক খাত সংস্কারসহ সাতটি প্রকল্প বাস্তবায়নে উচ্চসুদে (অনমনীয়) পৌনে দুই বিলিয়নের বেশি (১৮৬ কোটি) মার্কিন ডলার ঋণ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ ঋণের অঙ্ক দেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৭০৯ কোটি টাকা (১ ডলার সমান ১২২ টাকা)। এই ঋণের মধ্যে চীনের ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)’ থেকে প্রথমবারের মতো ঋণ নেওয়া হচ্ছে ৩২ কোটি ডলার। বিদেশ থেকে সার, জ্বালানি তেল আমদানি ও বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় হবে এ ঋণ।
দেশ রূপান্তর
ফাঁসছেন ১৭৩ পুলিশ-আমলা
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আমলাদের দাপট ছিল দেখার এবং অনুভব করার মতো। তারা এমন কোনো অপকর্ম নেই যা করেননি। কার্যত তারাই ছিলেন সাবেক সরকারের নিয়ন্ত্রক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও ওই কর্মকর্তারা ভোল্ট পাল্টে গুরুত্বপূর্ণ স্থানে বসে আছেন। পুলিশ কর্তারাও পিছিয়ে নেই। তারাও সদর দপ্তরসহ পুলিশের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ পদে আসীন। এই আমলা ও পুলিশ কর্তাদের বিষয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্য জোগাড় করেছে এবং একটি গোপন প্রতিবেদন সরকারের উচ্চমহলের কাছে পাঠিয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র।
আজকের পত্রিকা
ডেঙ্গুর দৌরাত্ম্য বাড়ছে: বছরের এক-তৃতীয়াংশই আক্রান্ত হয়েছে আগস্টে
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের প্রকোপের মাত্রা দৃশ্যত দিন দিন বাড়ছে। গত এক মাসে হাসপাতালে ভর্তি হয়েছে সাড়ে ১০ হাজার ডেঙ্গু রোগী। এ সংখ্যা বছরের শুরু থেকে এ পর্যন্ত আট মাসের মোট রোগীর এক-তৃতীয়াংশ। সম্প্রতি রাজধানী এবং দেশের উত্তরাঞ্চলের রংপুর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেটে রোগীর হার বেড়েছে। এসব অঞ্চলে বছরজুড়ে যতসংখ্যক রোগী হাসপাতালে এসেছে, তার প্রায় অর্ধেক এসেছে গত আগস্টে।
কালবেলা
সাত বিশ্ববিদ্যালয়ে হঠাৎ অস্থিরতা
২০২৪ সালের জুলাই মাস। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশের শিক্ষাঙ্গন। ছাত্র-জনতার টানা ৩৬ দিনের আন্দোলনে পতন ঘটে আওয়ামী সরকারের। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও নানা ঘটনা ঘিরে আলোচনায় থেকেছে দেশের শিক্ষাঙ্গন।
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত এক বছরে অধ্যক্ষ-প্রধান শিক্ষকসহ প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। মব করে সরিয়ে দেওয়া হয়েছে অন্তত আড়াই হাজার শিক্ষককে। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে ক্যাম্পাসে সংঘর্ষ, বিভিন্ন দাবিতে সড়ক অবরোধসহ টানা আন্দোলন আর শিক্ষকদের শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘিরে এই সময়ে উত্তাল ছিল দেশের শিক্ষাঙ্গন, যার ছোঁয়া লাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও।
