চোখের মাপে জমির মাপ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
প্রায় ৪৮ হাজার শ্রমিক মামলা থেকে মুক্ত
বিগত আওয়ামী লীগ সরকারের আট বছরে শ্রমিকনেতা ও শ্রমিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল, সেগুলোর প্রায় সবই প্রত্যাহার হয়ে গেছে। এর ফলে অভিযুক্ত, অজ্ঞাতনামাসহ মোট ৪৭ হাজার ৭২৮ জন মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তবে শ্রমিক হত্যার অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী থানায় হওয়া একটি মামলা প্রত্যাহার হয়নি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা ও গাজীপুর জেলার চার থানায় শ্রমিকনেতা ও শ্রমিকদের বিরুদ্ধে মোট মামলা ছিল ৪৫টি। সবচেয়ে বেশি ১৫টি মামলা হয়েছিল ঢাকার আশুলিয়া থানায়, আর ১৪টি হয়েছে গাজীপুরের কালিয়াকৈর থানায়। এ ছাড়া কোনাবাড়ী থানায় ১০টি, জয়দেবপুর থানায় ২টি, বাসন থানায় ২টি এবং টঙ্গী পশ্চিম থানায় ২টি মামলা ছিল। মামলাগুলো প্রত্যাহার করা হয় গত মাসে।
আজকের পত্রিকা
শার্শায় ১৫ বছরে ১৬০ হত্যা, রাজনৈতিকই বেশি
আওয়ামী লীগের শাসনামলে গত ১৫ বছরে যশোরের শার্শায় দলীয় প্রভাব বিস্তার, ঘাট-বাঁওড় দখল, মাদক কারবার, পারিবারিক কলহসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে ১৬০ জন হত্যার শিকার হন। এঁদের মধ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাংবাদিকও ছিলেন। এ ঘটনায় শার্শা থানায় ৭৩ এবং বেনাপোল বন্দর থানায় ৮৭টি মামলা হয়। অন্তত ৩০০ জনকে আসামি করে অভিযোগপত্রও দেয় পুলিশ। তবে অধিকাংশ আসামি এখন জামিনে মুক্ত।
বণিক বার্তা
দরপত্র প্রক্রিয়ায় বিলম্ব ও আমদানির দীর্ঘসূত্রতায় আমন মৌসুমে দেশে সারের সংকট
দেশের কৃষি খাতে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি—এ চার ধরনের সারের চাহিদা বেশি। এর মধ্যে ধান চাষে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ইউরিয়ার। সরবরাহে ঘাটতি হলে এর সরাসরি প্রভাব পড়ে ফসল উৎপাদনে। তাই কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতি বছরই বাংলাদেশকে সার আনতে হয় আন্তর্জাতিক বাজার থেকে। এতে একদিকে সরকারকে ব্যয় করতে হচ্ছে বৈদেশিক মুদ্রা, অন্যদিকে দিতে হচ্ছে ভর্তুকি। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা অনুযায়ী স্থানীয়ভাবে ইউরিয়া উৎপাদনের পুরো সক্ষমতা থাকলেও সেটা কাজে লাগানো যাচ্ছে না কেবল গ্যাস সংকটের কারণে।
যুগান্তর
শীর্ষ খেলাপি ঋণের মামলায় নজর
খেলাপিদের কাছ থেকে ব্যাংকে টাকা ফেরাতে নজরদারিতে আনা হচ্ছে শীর্ষ ১০০ ঋণের মামলা। এজন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি অর্থ জড়িত-এমন ১০টি করে মামলার তালিকা চূড়ান্ত করা হয়েছে। মামলার জালে আটকা খেলাপি ঋণের অঙ্ক ৩৮ হাজার কোটি টাকার বেশি। বিশেষ মনিটরিংয়ের মাধ্যমে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা সাপেক্ষে কার্যকর রোডম্যাপ তৈরির চিন্তা করছে অর্থ মন্ত্রণালয়।
আরও পড়ুন
প্রথম আলো
খরা, পানিসংকট আর উপেক্ষা: হুমকিতে উত্তরাঞ্চলের খাদ্যনিরাপত্তা
শেষ শ্রাবণের উত্তপ্ত রোদে উত্তরাঞ্চলের নওগাঁ জেলার সরু আঞ্চলিক সড়ক ধরে পৌঁছালাম সাপাহারের লক্ষ্মীপুর গ্রামে। আমনের বীজ বোনার জন্য এখন বৃষ্টি দরকার। গুমোট আবহাওয়া দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে। কিন্তু সেই আশা বৃথা। আমের মৌসুম তখনো শেষ হয়নি। গ্রামের মুখেই দেখা বিজিয়ান মুর্মুর সঙ্গে। ৫৬ ছুঁই ছুঁই এই সাঁওতাল নারী বলেন, ‘গরম বিশি ল্যাগছে এখন। আগে পাখা হাঁকে হাঁকে ঘুমে য্যাতাম। এখন তো ফ্যান অ্যাসেছে। কিন্তু গরম কমেইনি। আগের থেকে বৃষ্টিও মুনে হয় কইমেই গিছে।’
সমকাল
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনা হচ্ছে
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে ১০১ কোটি ৬১ লাখ টাকা।
একই সঙ্গে আগামী নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে ১৯৫টি পাজেরোসহ মোট ২২০টি গাড়ি। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশ রূপান্তর
লাখো মানুষের ‘জলেভাসা’ জীবন
দুই মাস ধরে পানিবন্দি মাধবকাটি ও বিলপাটিয়ালা গ্রামের ১৩০টি পরিবার। তাদের অনেকের কাঁচা ঘরবাড়ি ধসে পড়ছে। মানুষের থাকার জায়গা নেই, রান্নার জায়গা নেই, স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। চারদিকে পানি থইথই করছে। পুকুর ডুবে গেছে, ঘেরের মাছ ভেসে গেছে। ক্ষেতের সবজি মরে সাদা হয়ে গেছে। মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছে। শুধু মাধবকাটি ও বিলপাটিয়ালা গ্রাম নয়, এমন করুণ চিত্র খুলনার সবচেয়ে বড় উপজেলা ডুমুরিয়ার অর্ধশত গ্রামে। নদীমাতৃক উপজেলা হলেও নদী ভরাট, স্ল্যুইসগেট অকেজো এবং খালে নেট-পাতা ও বাঁধের কারণে চলতি বর্ষা মৌসুমে অতিবর্ষণে গ্রামগুলো প্লাবিত হয়েছে। ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে। পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়ায় জলাবদ্ধতা এখন স্থায়ী রূপ নিয়েছে। লাখো মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। প্রতিদিন তাদের পানির সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে।
প্রথম আলো
মেট্রোরেলের আয় বাড়াতে দোকান, ব্যাংকের বুথ ভাড়া দেওয়া হচ্ছে
ঢাকায় মেট্রোরেল শুধু পরিবহনব্যবস্থায় নতুন দিগন্ত খোলেনি, এর আয়-ব্যয়ের ভারসাম্য নিয়েও তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। টিকিট বিক্রির আয় দিয়ে ঋণের কিস্তি ও বাড়তি পরিচালন ব্যয় সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে কর্তৃপক্ষ বিকল্প আয়ের পথ খুঁজছে। উদ্যোগ নেওয়া হয়েছে স্টেশনভিত্তিক দোকান, ব্যাংকের বুথ ও বিজ্ঞাপন ভাড়া দেওয়ার। ইতিমধ্যে ৩১টি দোকান ভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই বাণিজ্যিক ব্যবস্থাগুলো যেন যাত্রীসেবার ক্ষতি না করে, সেদিকেও সমান দৃষ্টি রাখতে হবে।
সমকাল
ইউনিয়ন ব্যাংক রাজি, সময় চায় এক্সিম
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর একীভূতকরণ উদ্যোগে সম্মতি জানিয়েছে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ। নিজেরাই ঘুরে দাঁড়াতে সময় চায় এক্সিম ব্যাংক। অবশ্য বাংলাদেশ ব্যাংক পাঁচ ব্যাংক একীভূতকরণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ লক্ষ্যে গতকাল বুধবার ইউনিয়ন ও এক্সিম ব্যাংকের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে গ্লোবাল ইসলামী এবং বিকেলে সোস্যাল ইমলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
দেশ রূপান্তর
চোখের মাপে জমির মাপ
সারা দেশে একই মৌসুমে হরেক কিসিমের ফসল চাষ হয়। যার হিসাব সরকার নিয়মিত প্রকাশ করে। তবে কোন ফসল কতটুকু জমিতে উৎপাদন হচ্ছে, তার হিসাব করা হচ্ছে ‘চোখের দেখায়’ অর্থাৎ অনুমান করে। এভাবে জমির পরিমাণ ও ফসলের উৎপাদন বেশি দেখিয়ে সরকার বাহাবা নেয়। অথচ অনুমাননির্ভর তথ্যের ওপর ভর করে নেওয়া সিদ্ধান্তের কারণে বাজারে গ-গোল তৈরি হয়। যার ধকল সইতে হয় ভোক্তাকে। এ নিয়ে অস্থিরতা চলতে থাকে বছর জুড়ে।
সমকাল
তিন মাসে ১০৮২ অভিযোগ প্রতারণা বেশি ই-কমার্সে
রাজধানীর লালবাগের বাসিন্দা খন্দকার আলী আসগর হোয়াটসঅ্যাপে বার্তা পান। নাজনীন নামের আইডি থেকে ঘরে বসে অর্থ উপার্জনের প্রস্তাব দিলে রাজি হন তিনি। নাজনীনের দেওয়া লিঙ্কে ঢুকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সেটির স্ক্রিনশট নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপে আপলোড করেন। চমকে দিয়ে মুহূর্তে আসগরের বিকাশ নম্বরে যুক্ত হয় ১৫০ টাকা।
যুগান্তর
পাসপোর্টে গ্রিন সিগন্যাল
‘ফ্যাসিস্টের দোসর’ হিসাবে চিহ্নিত বেশ কয়েকজন আমলা, বিচারপতি, সেনা কর্মকর্তা এবং এদের অনেকের স্ত্রীর পাসপোর্ট দেওয়ার বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে। সম্প্রতি তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়। এদের মধ্যে কয়েকজন জুলাই হত্যা মামলার আসামি। কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগের তদন্ত চলছে। এছাড়া একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এনওসি পাওয়ার পরপরই সংশ্লিষ্টদের বেশ কয়েকজন দ্রুত পাসপোর্ট হাতে পেয়েছেন। ইতোমধ্যে এদের কেউ কেউ দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বণিক বার্তা
বিপিডিবির নিজস্ব কেন্দ্রের প্লান্ট ফ্যাক্টর নেমেছে ৩০ শতাংশে
আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যের আওতায় প্রতিবেশী দেশ ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি চুক্তি রয়েছে মোট ২ হাজার ৮০০ মেগাওয়াটের। বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমানে এর ৮০ শতাংশ পর্যন্ত আমদানি করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে দৈনিক ৬ হাজার ১১৪ মেগাওয়াট। কিন্তু এ সংস্থার কাছ থেকে ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যুৎ কেনা হয়েছে মোট ব্যবহারের মাত্র প্রায় সাড়ে ১৬ শতাংশ। এ কারণে ওই অর্থবছরে সংস্থাটির বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্লান্ট ফ্যাক্টর ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। এতে কম বিদ্যুৎ সরবরাহ করার পরও বিরাট জনবলের পেছনে সংস্থাটিকে বড় আর্থিক ব্যয় বহন করতে হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আজকের পত্রিকা
পর্যটকে মুখরিত ত্রিশালের চেচুয়া–গলহর বিল
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চেচুয়া-গলহর বিল প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য ভান্ডার। পাশাপাশি অবস্থিত এ দুটি বিলে বর্ষার পানিতে যত দূর চোখ যায়, লাল শাপলার রক্তিম আভায় ঢেকে যায় চারদিক। এর মাঝে সাদা আর বেগুনি শাপলার সৌন্দর্য যেন দর্শনার্থীদের বাড়তি আনন্দ উপহার দেয়।
প্রতিদিনই হাজারো ভ্রমণপিপাসু ছুটে আসছেন এই বিলে। শাপলার স্পর্শ নেওয়া, পানিতে নেমে ফুল তুলে ছবি তোলা কিংবা নৌকায় ভেসে ফুলের রাজ্যে ঘুরে বেড়ানো—সব মিলিয়ে দর্শনার্থীরা উপভোগ করছেন ভিন্ন রকম আনন্দ। তবে অতিরিক্ত ফুল ছেঁড়ায় বিলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে স্থানীয় সচেতন মহল নিয়ন্ত্রণ আরোপের দাবি তুলেছে।
প্রথম আলো
নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ, এই তেল গেল কোথায়
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের অনেকে তখন এক দিনও অফিসে আসেননি। অথচ তাঁদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪–১৫ লিটার তেল খরচ দেখিয়েছেন।
কালবেলা
বিশেষ কর সুবিধা চায় প্রশাসন ক্যাডার
ঢাকার পূর্বাচল উপশহরের পাশে আবাসনের জন্য ৩১৪ বিঘা জমি কিনেছে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কাছ থেকে প্রতি প্লটে জমির উন্নয়ন ফি বাবদ আদায় হচ্ছে প্রায় ৪ লাখ টাকা। এ ছাড়া রয়েছে জমির শেয়ারের দাম এবং আনুষঙ্গিক খরচ। আবাসন কোম্পানির মতো জমি বেচাকেনা করে ‘অলাভজনক প্রতিষ্ঠান’ হিসেবে কর-এ বিশেষ সুবিধা চেয়েছে সংগঠনটি। এতে সরকারের রাজস্ব ক্ষতি হলেও কমে যাবে তাদের জমির রেজিস্ট্রেশন খরচ। এ ছাড়া জমি হস্তান্তরের খরচ কমাতে জমির শ্রেণি পরিবর্তনেরও আবদার করেছে সমিতি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
