সোহাগ পরিবহনের কাউন্টারে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এমন নৃশংস ও অকল্পনীয় ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। মিডিয়ায় সব প্রমাণ উপস্থাপন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঘটনার তিন দিন অতিক্রান্ত হলেও এখনো কাউকে গ্রেপ্তার না করায় জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরচুন মার্কেটের সভাপতি জাহাঙ্গীর হাসান মানিক, মৌচাক বণিক সমিতির সভাপতি শাহাদাত হোসেন পপি, আয়েশা মার্কেট সমিতির সভাপতি কাওসার আহমেদ, মগবাজার মালিবাগ জোনের সভাপতি বিভর চন্দ্র দে প্রমুখ।
ওএফএ/এসএসএইচ