‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে আবু আলম শহীদ খান গ্রেপ্তার

‘মঞ্চ ৭১‘ ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া ঝটিকা মিছিলে অংশ নেওয়াসহ অন্যান্য অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীতে পরিচালিত পৃথক অভিযানে আবু আলম শহীদ খান এবং অন্য ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
তবে তাদের কাকে কখন গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানাননি।
এদিকে ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গতকাল মধ্যরাতে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারের শেষ সময়ে সরকারি আমলাদের নিয়ে তৈরি সরকারবিরোধী প্ল্যাটফর্ম ‘জনতার মঞ্চ’-এর অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। ওই বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে ওএসডি করা হয়। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়। ২০১৫ সালে তিনি অবসরে যান।
গত মাসে ঢাকায় ‘৭১ মঞ্চ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়। এর পেছনে আবু আলম শহীদ খান রয়েছেন বলে অভিযোগ আছে। এই মঞ্চের উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছিল গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে জুলাই অভ্যুত্থান এবং সরকারবিরোধী বক্তব্য ও জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বক্তাদের বিরুদ্ধে। এক পর্যায়ে সেখানে হামলা চালায় একদল বিক্ষুব্ধ লোক। তারা বৈঠকে অংশগ্রহণকারী সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীসহ অন্যদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করে। পরে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে তুলে নিয়ে যায়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তিনি লতিফ সিদ্দিকীর সঙ্গে মিলে মঞ্চ একাত্তর তৈরির একজন কারিগর ছিলেন। মুক্তিযুদ্ধ, সংবিধান ও মুক্তিযোদ্ধাদের কথা বলে তারা মঞ্চ ৭১-এর আড়ালে একটি বি-টিম তৈরি করতে চেয়েছিল। এর মাধ্যমে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। এসব তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এসব বিষয়ে উনি সক্রিয়ভাবে জড়িত ছিল। এসব অভিযোগের ভিত্তিতে উনাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এমএসি/জেইউ/এমএন/জেএস