জলবায়ু মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জার্মানি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু সুরক্ষা ও নমনীয় শহরগুলোর মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জার্মানি।
মঙ্গলবার (১৫ জুন) জার্মান সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় উভয়পক্ষ জলবায়ু ইস্যুতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, জার্মানি এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব লাঘব করতে একে অপরের কাছ থেকে হাত মিলিয়ে শিখতে পারে। ভার্চুয়াল অনুষ্ঠানে শাহরিয়ার আলম জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল গঠনের মাধ্যমে জলবায়ু অভিযোজনে উদাহরণস্বরূপ বাংলাদেশের নেতৃত্বের প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের ডেল্টা প্ল্যান-২০২১ এবং মুজিব ক্লাইমেট প্রপার্টির পরিকল্পনাকে বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান।
জার্মান সংসদীয় প্রতিনিধি দলটি দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় দ্রুত সময়ে বাংলাদেশের সাড়াদানের প্রশংসা করেন। তারা জলবায়ু সৃষ্ট বিপর্যয় থেকে বাংলাদেশের ক্রমবর্ধমান স্থিতিস্থাপকতার বিষয়টির স্বীকৃতি প্রদান করার পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ একটি উদাহরণ উল্লেখ করে অন্য দেশগুলোকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
জার্মান সংসদীয় প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন মারগারেট বাউসি। চার সদস্য দলের মধ্যে ছিলেন পিটার হাইড, মিশেল ব্র্যান্ড এবং ড. ক্রিস্টোফার গহল। ভার্চুয়াল বৈঠকটিতে পরিচালকের ভূমিকা পালন করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা জন্য জার্মানকে ধন্যবাদ জানান। দ্রুত সময়ে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের বিষয়ে দেশটিকে সংযুক্ত থাকার জন্য আহ্বান জানান শাহরিয়ার আলম।
এনআই/এইচকে