আসবাবপত্র কেনায় দুর্নীতি, চাকরি হারালেন গণপূর্তের সহকারী প্রকৌশলী শাহনাজ

রূপপুর গ্রীনসিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং ভবনে তোলার কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী গণপূর্ত জোনের উপ-সহকারী প্রকৌশলী শাহনাজ আখতারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।
বুধবার (১০ সেপ্টেম্বর) গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী 'অসদাচরণ'-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে 'অসদাচরণ'-এর অভিযোগে দোষী সাব্যস্ত করে একই বিধিমালার বিধি ৪-এর উপবিধি ৩ (খ) অনুযায়ী 'বাধ্যতামূলক অবসর প্রদান' গুরুদণ্ড প্রদান করা হলো।
তিনি বিধি মোতাবেক যাবতীয় আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমএম/এমজে