হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় পথশিশু নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের উপরে বোতল কুড়াতে গিয়ে বাসের ধাক্কায় শাকিব (১৪) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত শাকিব ডেমরার রাজাখালি এলাকার নাসির উদ্দিনের ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথশিশু আব্দুল কাদের জানান, আজ সন্ধ্যার দিকে আমরা ফ্লাইওভারের উপরে বোতল কুড়াচ্ছিলাম। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় শাকিব। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক শাকিবকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমজে