পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান নিয়ে জাতীয় সংলাপ শুরু মঙ্গলবার

অ্যান্টিসিপেটরি অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের তৃতীয় ন্যাশনাল ডায়ালগ প্ল্যাটফর্ম আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শুরু হতে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রম টাস্কফোর্সের নেতৃত্বে দুই দিনব্যাপী এই জাতীয় সংলাপের উদ্বোধন করা হবে।
অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠেয় এই ন্যাশনাল ডায়ালগের এবারের প্রতিপাদ্য ‘বহুমুখী দুর্যোগ প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত এবং স্থানীয়ভাবে পরিচালিত আগাম সাড়াদান কার্যক্রম’। পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে পূর্বাভাসভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধিই এই সংলাপের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় ও সমাপনী দিনে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংলাপ ও প্রতিশ্রুতির মাধ্যমে পূর্বাভাসভিত্তিক মানবিক সাড়াদান কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তৃতীয় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্ম জোরালো ভূমিকা পালন করবে বলে আশা সংশ্লিষ্টদের।
দুই দিনব্যাপী এই আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্টসহ জাতিসংঘ সংস্থাগুলো, আন্তর্জাতিক ও দেশীয় এনজিও, কমিউনিটিভিত্তিক সংগঠন, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি, বেসরকারি সংস্থা ও সাংবাদিকসহ প্রতিদিন প্রায় ২০০ জন অংশগ্রহণ করবেন। সরকার ও অংশীদারদের সমন্বয়ে আগামী দিনের জন্য প্রতিশ্রুতি ও মাইলফলক নির্ধারণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।
উন্নত পূর্বাভাস ও সতর্কবার্তার ভিত্তিতে সম্ভাব্য দুর্যোগের আগেই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি কমানোই পূর্বাভাসভিত্তিক সাড়াদান কার্যক্রমের মূল লক্ষ্য। ২০১৮ সালে পূর্বাভাসভিত্তিক সাড়দান প্রক্রিয়া বাস্তবায়নকারী অংশীদারদের সমন্বয়ে অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়। যা দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় পূর্বাভাসভিত্তিক সাড়াদান কার্যক্রমের অন্তর্ভুক্তি এবং প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সরকারের দুর্যোগ সম্পর্কিত স্থায়ী আদেশাবলীতে (২০১৯) নতুন এই প্রক্রিয়াকে জাতীয়ভাবে স্বীকৃত করে পূর্বাভাসভিত্তিক সাড়াদান/অর্থায়ন (এফবিএ/এফ) সংক্রান্ত একটি জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশনা প্রণয়ন করা হয়। বর্তমানে বাংলাদেশ সাফল্যের সঙ্গে গ্লোবাল এবং এশিয়া প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ প্ল্যাটফর্মে নিজেদের জ্ঞান ও শিখনসমূহ উপস্থাপনের মাধ্যমে সংলাপে অংশগ্রহণ করছে।
আরএআর
