ঢামেকে ছয় নবজাতকের মধ্যে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে মারা যায় ছেলে নবজাতকটি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ার ননদ ফারজানা আক্তার। তিনি জানান, ৬ নবজাতকের মধ্যে তিন শিশুকে ঢাকা মেডিকেলের এনআইসিইউতে আর বাকি তিন শিশুকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে। ঢাকা মেডিকেলে থাকা এক ছেলে নবজাতক সন্ধ্যায় মারা যায়।
আরও পড়ুন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে সন্ধ্যায় এক নবজাতক এনআইসিইউতে মারা যায়। হাসপাতালে বর্তমানে দুই নবজাতক চিকিৎসাধীন রয়েছে বাকি তিন নবজাতক বাইরে বেসরকারিতে চিকিৎসাধীন।
এর আগে সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে এক নারী ৬ সন্তানের জন্ম দেন।
এসএএ/এসএসএইচ