চট্টগ্রামে গণঅভ্যুত্থানের তিন হত্যা মামলায় আইনজীবীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন হত্যা মামলাসহ পাঁচলাইশ থানার চার মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দের পর আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার দুজন হলেন- চট্টগ্রামের আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার তামিম ও কক্সবাজারের চকরিয়ার ডেমুশিয়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিন। তিনিও চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
পাঁচলাইশ থানা পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার রাতে শাহরিয়ার তামিমকে চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকা থেকে এবং বৃহস্পতিবার ভোরে কফিল উদ্দিনকে চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলা, ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলা, মো. ফারুক হত্যা মামলা ও নাশকতা মামলায় তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরএমএন/এমজে