টঙ্গীতে দগ্ধ ফায়ারকর্মীদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের দেশের বাইরে পাঠানো হবে বলেও জানান তিনি।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে দগ্ধদের দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, কেমিক্যাল গোডাউনের খবর পাওয়া মাত্রই আমাদের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় আমাদের ফায়ার সার্ভিসের একজন ওয়্যারহাউস অফিসারসহ চারজন দগ্ধ হয়। তাদের মধ্যে দুই জনের ১০০ শতাংশ ও একজনের ৪২ শতাংশ এবং একজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে। জাতীয় বার্নে তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে এবং প্রয়োজনে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।
ফায়ার মহাপরিচালক আর বলেন, আমাদের ওখানে টঙ্গীর একটি টিম এখনো মাঠ পর্যায়ে কাজ করছে। সেখানে কি ধরনের কেমিক্যাল ছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। কেন এই ঘটনা ঘটলো। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তা করা হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে দেখতে আসবেন।
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে বিকেলে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
এসএএ/জেডএস