ঢাকা উদ্যানে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, নারী দগ্ধ

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে পারুল আক্তার (৩২) নামে এক নারী দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ঢাকা উদ্যানের দুই নম্বর রোডের বি-ব্লকের হক ভিলা নামে একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ফিমেল এইচডিইউতে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আজ ভোর রাতের দিকে ঢাকা উদ্যান এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি ফিমেল এইচডিইউতে ভর্তি আছেন।
দগ্ধ পারুল আক্তারের ননদ ফাহিমা আক্তার জানান, আমার বড় ভাই মিজান ওই বাসার দেখাশোনা করেন। এখানে গ্যাস লাইনে একটি লিকেজ ছিল। বাড়ির মালিকদের বলা হলেও তারা কর্ণপাত করেনি। আজ ভোর রাতের দিকে পানির মোটরের সুইচ দিতে গেলে হঠাৎ লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার ভাবি দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। আমার ভাবির অবস্থা ভালো না, তাকে এইচডিইউতে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে ওই বাড়ির মালিক শফিউল্লাহ জুয়েল জানান, আমাদের বাড়ির দেখাশোনা করেন স্বামী-স্ত্রী। কিন্তু এখানে যে গ্যাসের ছোট লিকেজ আছে, সে বিষয়টি আমাদের জানা নেই। গতরাতে মোটরের সুইচ দিতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি সঙ্গে সঙ্গে জানতে পেরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেছি এবং তার সমস্ত চিকিৎসার ব্যয় বহন করছি।
এসএএ/এমজে