কদমতলীতে চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় ফুটপাতে চায়ের দোকানে চা খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাইম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত নাইম নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা ভাবি বাজারের মো. মিলু বিশ্বাসের ছেলে ছিল। সে আইপি এলিট টেক্সটাইলের থ্রি-পিসের ছাপার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বন্ধু শামীম জানান, কাজ শেষে শুক্রবার রাতে এলিট টেক্সটাইল মিলের পাশে ফুটপাতের একটি চায়ের দোকানে চা খাচ্ছিল নাঈম। এ সময় একটি বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান নাঈম আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছিল।
এসএএ/বিআরইউ