দেশে ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রবাসী

শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিমানবন্দরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজিম উদ্দিন, চট্রগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ছমদ আলী সিকদার পাড়ার হাছান সিকদারের ছেলে।
জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পর ইমিগ্রেশন শেষ করে বের হতেই নাজিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত আগারগাঁও নিউরো মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই হেফাজ উদ্দিন জানান, আমার ভাই দীর্ঘদিন দুবাইয়ে ছিল। তার ওমানে একটি খাবার হোটেল ও সংযুক্ত আরব আমিরাতে পোশাকের ব্যবসা আছে। দেশে ফেরার কথা আমাকে জানিয়েছিল। সকালে বিমান অবতরণ করে দেশের মাটিতে সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরএমএন/বিআরইউ