মতিঝিলে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই খুন

রাজধানীর মতিঝিলের ফকিরাপুলের কাঁচা বাজারে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে মোঃ রুবেল (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে রুবেলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ফকিরাপুল কাঁচা বাজারের গলিতে ভাড়া থাকতেন। রুবেল পেশায় অটো রিক্সা চালক বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের ছোট ভাই পাভেল বলেন, “রোববার রাতে আমাদের সৎ ভাই রনির সাথে রুবেলের টাকা ধার দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে রনি চাকু দিয়ে রুবেল ভাইয়ের পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমটিআই